You dont have javascript enabled! Please enable it!

সেপ্টেম্বর ২৮, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

উদ্বৃত্ত সম্পদ দিয়ে ঘাটতি দেশগুলােকে সাহায্য করুনঃ অটোয়া, ২৭ সেপ্টেম্বর, এনা। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আনুমানিক দুই লক্ষ কোটি ঘনফুট বিশুদ্ধ মিথেন গ্যাস সঞ্চিত আছে। এই গ্যাসের সাহায্যে সার প্রস্তুত করে বাংলার খাদ্য উৎপাদন বৃদ্ধি করা ছাড়াও উন্নয়নকামী দেশগুলােকে সাহায্য দেয়া যাবে। সম্প্রতি অনুষ্ঠিত কমনওয়েলথ অর্থমন্ত্রী সম্মেলনে বক্তৃতা প্রসঙ্গে তিনি প্রাকৃতিক সম্পদের এই প্রাচুর্যকে কাজে লাগাবার জন্য বৈদেশিক সাহায্য, যৌথ উদ্যোগের প্রয়ােজনীয়তার কথা উল্লেখ করেন। বর্তমানে দায় পরিশােধ ব্যবস্থায় ঘাটতির কারণে যে সব দেশে মুদ্রাস্ফীতি দ্রুতগতিতে বেড়ে চলেছে তার ফলে সৃষ্ট সংকটের কথা তিনি উল্লেখ করেন। জনাব তাজউদ্দিন এর | প্রেক্ষিতে প্রস্তাব করেন যে, ঘাটতি দেশগুলােতে কমনওয়েলথভূক্ত অন্য দেশের উদ্বৃত্ত সম্পদ নিয়ে এগিয়ে আসা উচিত। | বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের অর্থমন্ত্রী দ্বি-পক্ষীয় অথবা বহুজাতিক সংস্থার মাধ্যমে সঞ্চিত সম্পদ বন্টনের প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব আরােপ করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!