অক্টোবর ১০, ১৯৭৪ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ
ঘােড়াশাল সার কারখানা সম্পর্কে টোকিওতে আলােচনা ও টোকিও, ৯ অক্টোবর, বাসস। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গত মঙ্গলবার জাপানী পররাষ্ট্র মন্ত্রী টি কিমুরার সাথে সাক্ষাৎ করেন ও ঘােড়াশাল সার কারখানা পুনরায় চালু করার ব্যাপারে দুই দেশের মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযােগিতা ত্বরান্বিত করার উপর গুরুত্ব আরােপ করেন। অর্থমন্ত্রী জরুরী ভিত্তিতে এক লাখ টন জাপানী রিমজো চাল পাওয়ার ব্যাপারেও আলােচনা করেন। মি. কিমুরা বলেন, জাপান সরকার এই দুটি ব্যাপারই সহানুভূতির সাথে বিবেচনা করছেন। আসন্ন বাংলাদেশ কনসর্টিয়ামের বৈঠকে জাপানের ভূমিকা নিয়েও আলােচনা করা হয়। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন জাপান বাংলাদেশ সমিতির সভাপতি মি. টি হাকাকাওয়ার সাথেও এক বৈঠকে মিলিত হন। আজ সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে তার সম্মানে আয়ােজিত এক সংবর্ধনায় তিনি যােগ দেন। ওয়াশিংটন থেকে আন্তর্জাতিক অর্থ তহবিলের বৈঠকে যােগদানের পর তিনি এখানে আসেন। জনাব তাজউদ্দিন আগামীকাল টোকিও ত্যাগ করবেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি