সেপ্টেম্বর ২১, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
অর্থনৈতিক উন্নয়নে রাশিয়া সাহায্য দেবে । মস্কো, ২০ সেপ্টেম্বর, এনা ।। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গত বুধবার সােভিয়েট পরিকল্পনা। কমিশনের চেয়ারম্যান মি. বাইবাকভের সাথে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনাগুলাে। নিয়ে দীর্ঘ আলােচনা করেন। বাংলাদেশের স্বল্প ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক উন্নয়ন। পরিকল্পনাগুলাে বাস্তবায়নের ক্ষেত্রে সােভিয়েট ইউনিয়ন বাংলাদেশকে যথাসম্ভব। সাহায্য দেবে বলে মি. বাইবাকভ অর্থমন্ত্রীকে নিশ্চয়তা দেন। এর আগে গত মঙ্গলবার সােভিয়েট প্রধানমন্ত্রী মি. আলেক্সি কসিগিনের সাথে জনাব। তাজউদ্দিন দু’ঘন্টাব্যাপী এক বৈঠকে মিলিত হন। ঐ দিনই অর্থমন্ত্রীর সম্মানে সােভিয়েট সরকার এক ভােজসভার আয়ােজন করেন। সােভিয়েট সরকারের। আমন্ত্রণে জনাব তাজউদ্দিন গত ১৪ সেপ্টেম্বর মস্কো পৌছান। এছাড়া অর্থমন্ত্রী বৈদেশিক রাষ্ট্রগুলাের সাথে অর্থনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ক কাউন্সিলের নেতৃবৃন্দের সাথে আলােচনা করেন। তিনি ক্রেমলিনের অজ্ঞাতনামা সৈনিকদের সমাধিতে পুষ্প অর্পণ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি