You dont have javascript enabled! Please enable it!

সেপ্টেম্বর ৭, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ

অক্টোবরে বাংলাদেশ কনসর্টিয়াম গঠিত হতে পারে ঃ ঢাকা, ৬ সেপ্টেম্বর এনা । অর্থমন্ত্রী জনান তাজউদ্দিন আহমদ আজ এই মর্মে আভাস দিয়েছেন যে, আমাদের। উন্নয়ন প্রকল্পগুলাের বাস্তবায়নে সহায়তা করার জন্য চলতি সালের অক্টোবর নাগাদ বাংলাদেশকে সাহায্য দানকারী কনসর্টিয়াম গঠিত হতে পারে। জনাব আহমদ বুলগেরিয়া, সােভিয়েট ইউনিয়ন, চেকোশ্লাভাকিয়া, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রে এক। মাসব্যাপী সফর উপলক্ষে আজ সােফিয়ার উদ্দেশে দিল্লী যাত্রার প্রাক্কালে তেজগাঁও বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আমাদের অর্থমন্ত্রী সাংবাদিকদের সাথে আলাপ প্রসঙ্গে আরাে জানান যে, চলতি অর্থ বছরের উন্নয়ন বাজেটে দেশের বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণের জন্য। বিশ্বব্যাংক ইতােমধ্যে ১৫ কোটি ডলার দেবার আশ্বাস দিয়েছে। এছাড়া। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মি. রবার্ট ম্যাকনামারা বাংলাদেশ সরকারের বন্যা নিয়ন্ত্রণ। প্রকল্পসমূহের বাস্তবায়নে সহায়তা করার সুস্পষ্ট আভাস দিয়েছেন। এ ব্যাপারে। বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার পর সরকার বন্যা নিয়ন্ত্রণের জন্য একটি দীর্ঘমেয়াদি। প্রকল্প হাতে নেবেন বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের বাস্তবায়নে সােভিয়েট সহায়তা প্রসঙ্গে শিল্পমন্ত্রী সৈয়দ নজরুল ইসলামের একটি বিবৃতির প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হলে জনাব তাজউদ্দিন বলেন, বন্যা নিয়ন্ত্রণে সহায়তা। করতে সােভিয়েট ইউনিয়নও আগ্রহী।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!