সেপ্টেম্বর ৬, ১৯৭৪ শুক্রবার ও দৈনিক বাংলা
রাজনৈতিক ঠগবাজ ও দুবৃত্তরাই দুর্ভোগের কারণ; মূল্যবৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দ্রব্যমূল্য রােধ ও দেশের মাটি থেকে দুর্নীতির মূলােচ্ছেদের জন্য জনগণের প্রতি ঐক্যবদ্ধ প্রতিরােধ আন্দোলন শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় অগ্রণী ব্যাংক সদর দফতরে ব্যাংক কর্মচারি ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। এনার এই খবরে বলা হয়, অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন উল্লেখ করেন, অসৎ ব্যবসায়ী, মজুতদার, রাজনৈতিক বাটপার ও দুর্নীতিপরায়ণ লােকদের জন্যই জনসাধারণ দুর্দশার শিকার হয়েছেন। তিনি বলেন, কৃত্রিম সংকট সৃষ্টি করেই নিত্যপ্রয়ােজনীয় জিনিসপত্রের দাম বাড়ানাে হচ্ছে। অর্থমন্ত্রী বলেন, এই ধরনের পরিস্থিতির অবিলম্বে অবসান ঘটাতে হবে। বৈদেশিক সাহায্য প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, মৈত্রী ও দ্বি-পাক্ষিক স্বার্থের ভিত্তিতেই সাহায্য গ্রহণ করা হবে। বাংলাদেশ কারাে কাছ থেকে ভিক্ষা নেবে না। জনাব তাজউদ্দিন জানান, বেতন কমিশনের রিপাের্ট বাস্তবায়ন হলে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কর্মচারিদের বেতন স্কেলের পার্থক্য থাকবে না। তিনি বলেন, স্বল্প বেতনভুক ও বাধা আয়ের লােকেরাই আজ বহুমুখী সমস্যার সম্মুখীন তাতে। দ্বিমত নেই। অর্থমন্ত্রী বলেন, সরকারের সহায় সম্পদের মধ্য থেকেই সব সমস্যার। সমাধান করতে হবে। নিম্ন বেতনভূক্ত কর্মচারিদের টিনের ঘর করে দেয়া হবে। বলেও তিনি জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি