You dont have javascript enabled! Please enable it! 1974.09.02 | দৈনিক পূর্বদেশ - সব জমি যান্ত্রিক চাষের আওতায় এনে উৎপাদন বাড়ান - সংগ্রামের নোটবুক

সেপ্টেম্বর ২, ১৯৭৪ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

সব জমি যান্ত্রিক চাষের আওতায় এনে উৎপাদন বাড়ান ঃ কাপাসিয়া, ঢাকা, ১ সেপ্টেম্বর, এনা। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ প্রতি ইঞ্চি জমিকে যান্ত্রিক চাষের আওতায় এনে খাদ্যের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মনােহরদী বিদ্যালয়ের মাঠে সমাজের বিভিন্ন স্তরের মানুষের এক সমাবেশে ভাষণ দানকালে তিনি বলেন, অধিকতর ফলন লাভের উদ্দেশ্যে যত। বেশি সম্ভব জমিতে জলসেচের জন্য কৃষকদের পাওয়ার পাম্পের সর্বাধিক সদ্ব্যবহার করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বন্যায় যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে এবং খাদ্য উৎপাদন বাড়াতে কৃষকদের সকল সম্পদ আহরণ করে কাজে লাগাতে হবে। মন্ত্রী বন্যায় যেখানে পাটের ক্ষতি হয়েছে সেখানে ধান চাষ করতে কৃষকদের উপদেশ দেন। তিনি বলেন, ধান শুধুমাত্র খাদ্যই নয়, একঅর্থে ধানও অর্থকরী ফসল। কারণ বহু কষ্টার্জিত বৈদেশিক মুদ্রার বিনিময়ে বাংলাদেশকে চাল আমদানি করতে হয়। নিজের নির্বাচনী এলাকায় দুদিনের এক সফরে জনাব তাজউদ্দিন আড়ালিয়া, টোক, ইকোরিয়া, তারাগঞ্জ বাজার, রানীগঞ্জ বাজার, সামানী এবং অন্যান্য বহু বন্যা কবলিত গ্রাম পরিদর্শন করেন। এ সব স্থানে তিনি স্থানীয় জনগণের সমাবেশে ভাষণ দান করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!