আগস্ট ২৭, ১৯৭৪ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ
অর্থনৈতিক সহযােগিতার বিরাট সম্ভাবনা রহিয়াছেঃ ঢাকা, ২৬ আগস্ট (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন যে, কয়েকটি আরব দেশের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সহযােগিতার বিরাট সম্ভাবনা রয়েছে। আশু ও দীর্ঘমেয়াদি আরব সাহায্যের জন্য যে আলােচনা চলছে তাতে শীঘ্রই ফল পাওয়া যাবে বলে তিনি আশা করেন। বাসস-এর প্রতিনিধিদের সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। উল্লেখ্য জনাব তাজউদ্দিন আহমদ সম্প্রতি সৌদী আরব, কুয়েত ও ইরাক সফর করেন। তিনি বলেন যে, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ ও আরব দেশগুলাের মধ্যে বহু ক্ষেত্রে মিল আছে। তাদের যে সম্পদ আছে তা লাভজনকভাবে সদ্ব্যবহার করা সম্ভব। জনাব তাজউদ্দিন তার সাম্প্রতিক সফরকালে আরব নেতাদের বলেন যে, আবেগভিত্তিক বন্ধুত্ব কখনাে স্থায়ী হয় না। বরং পারস্পরিক স্বার্থভিত্তিক বন্ধুত্বই স্থায়ী হয়। তিনি আরব নেতাদের বলেন যে, দৃঢ় অর্থনীতি গড়ে তােলার ব্যাপারে বাংলাদেশের বিরাট সম্ভাবনা রয়েছে, কারণ তার রয়েছে দক্ষ জনশক্তি, সংগঠন ও ভূমি। তবে তার নগদ মূলধন সীমিত। নগদ মূলধনের অধিকারী আরব দেশগুলাে অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে সহযােগিতা করতে পারে বলে তিনি মন্তব্য করেন। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী আরাে বলেন যে, চটকল স্থাপনে বাংলাদেশ কাঁচামাল ও কারিগরি দক্ষতা দিয়ে আরব দেশগুলােকে সাহায্য করতে পারে। অন্যদিকে তেল শশাধনাগার স্থাপনে আরব দেশগুলাে বাংলাদেশকে সাহায্য করতে পারে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, প্রকল্পে অর্থ বিনিয়ােগ ও বাংলাদেশের সাথে যৌথ শিল্প উদ্যোগের ব্যাপারে কয়েকটি আরব দেশ গভীর আগ্রহ দেখিয়েছে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি