You dont have javascript enabled! Please enable it! 1974.08.24 | দৈনিক বাংলা-আরবরা পর্যাপ্ত অপরিশােধিত তেল দেবে - সংগ্রামের নোটবুক

আগস্ট ২৪, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক বাংলা

আরবরা পর্যাপ্ত অপরিশােধিত তেল দেবে; প্রথম যােজনায় সাহায্য দানের আগ্রহ ও স্টাফ রিপাের্টার। ইরাক ও কুয়েতসহ আরব দেশগুলি বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে অপরিশােধিত তেল দেবে এবং তা দিয়ে চট্টগ্রামে আমাদের শােধনাগারটি সারা বছরই চালু রাখা যাবে। আমাদের চলতি প্রথম যােজনাতেও এই দেশগুলি। উল্লেখযােগ্য সাহায্য দানের আগ্রহ প্রকাশ করেছে। খুব শীগগির কুয়েত থেকে একটি অর্থনৈতিক প্রতিনিধিদল ঢাকায় আসছেন। দু’সপ্তাহ ধরে কুয়েত, ইরাক, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সফর করে এসে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ এই তথ্য প্রকাশ করেন। ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আরব দেশগুলােয় পাকিস্তানের বিরূপ প্রচারণায় বাংলাদেশ সম্পর্কের ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছিল, তার অবসান ঘটেছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে বাংলাদেশ সম্পর্কে ভ্রান্ত ধারণার কেবল অবসানই ঘটেনি আরব দেশগুলি এখন আমাদের প্রতি সহানুভূতিশীল এবং তারা আমাদেরকে সক্রিয় অর্থনৈতিক সাহায্য ও সহযেগিতা দানে আগ্রহী।

জনাব তাজউদ্দিন আহমদ বলেন, তিনি বাংলাদেশের বর্তমান প্রলয়ংকরী বন্যার সচিত্র খবর আরব দেশগুলির প্রভাবশালী সংবাদপত্রগুলােতে ফলাও আকারে প্রকাশিত হতে দেখেছেন। জনাব তাজউদ্দিন আহমদ তার এই সফরে সৌদি আরবের অর্থমন্ত্রী শেখ মােহাম্মদ আবদুল খেল, কুয়েতের অর্থমন্ত্রী জনাব আবদুর রহমান সেলিম আল আতিকী এবং ইরাকী পররাষ্ট্র ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে তাদের সঙ্গে দীর্ঘ আলােচনা করেছেন। ইসলামিক উন্নয়ন ব্যাংক সম্পর্কে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, এই ব্যাংকটি স্থাপিত হওয়ার ফলে তেল উৎপাদন ও তেল রফতানিকারী আরব দেশগুলি তাদের অর্জিত অর্থ এতে জমা দেবে এবং তা থেকে বাংলাদেশ উপকৃত হবে। তিনি বলেন, আগামী অক্টোবর থেকেই ব্যাংকটি চালু হবে। সদস্য দেশগুলিকে ৫ বছরের মধ্যেই তাদের নির্ধারিত পুঁজি পরিশােধ করতে হবে। বাংলাদেশ দেবে এক কোটি দিনার এবং আগামী অক্টোবরের প্রথম কিস্তি পরিশােধ করবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আরব দেশগুলি কনসেশন বা ধারে তেল বিক্রি করে , তবে বাংলাদেশ যাতে নগদে তেল কিনতে পারে কুয়েত ও ইরাক সে ব্যাপারে সাহায্য করার আশ্বাস দিয়েছে। জনাব তাজউদ্দিন বলেন, কুয়েতে বাংলাদেশের জনশক্তির বিপুল চাহিদা রয়েছে। যে সব বাঙ্গালি কুয়েতে কাজ করছেন তারা ইতােপূর্বেই নিজ নিজ ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি