আগস্ট ২২, ১৯৭৪ বৃহস্পতিবার ঃ দৈনিক বাংলা
ইসলামিক ব্যাংক নয়া সম্ভাবনা আনবে ঃ বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, ইসলামিক ব্যাংক নিছক একটি উন্নয়ন ব্যাংকের চেয়ে ঢের বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আমরা যে সনদে স্বাক্ষর করেছি তা উন্নয়নে অর্থ সরবরাহের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মােচিত করবে। গত ১২ আগস্ট জেদ্দায় ইসলামিক উন্নয়ন ব্যাংকের সম্মেলনে ভাষণ দানকালে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ একথা বলেন। তিনি বলেন, শুধু মুনাফা অর্জনের লক্ষ্যের দ্বারাই ইসলামিক ব্যাংক পরিচালিত হবে। এ কেবল মূলধনের উপরে নিয়ন্ত্রণ নয় যা এই ব্যাংকের পরিচালন কর্তৃপক্ষকে পরিচালিত করবে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, অন্যান্য উন্নয়ন ব্যাংকের সঙ্গে ইসলামিক ব্যাংকের মৌলিক পার্থক্য এইখানেই। তিনি বলেন, এই বৈশিষ্ট্যগুলিতে ইসলামের মহান নীতিই প্রতিফলিত হয়েছে। সম্মেলনে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, বর্তমানে বাংলাদেশ এক চরম দুর্দশায় পড়েছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ বন্যা নিয়ে বাস করতে অভ্যস্ত; কিন্তু এ বছর বন্যা সারা দেশকে প্লাবিত করেছে। ক্ষয়ক্ষতি ব্যাপক। এই ব্যাপক ক্ষয়ক্ষতির ধাক্কা সামলে উঠতে সময় নেবে। তিনি বলেন, মাতৃভূমিতে এই চরম বিপর্যয় সত্ত্বেও আমি পূর্ণ প্রতিশ্রুতি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে অংশগ্রহণের জন্যে। আমি এসেছি পারস্পরিক উন্নয়ন ও অর্থনৈতিক সহযােগিতার একই লক্ষ্য নিয়ে । আপনারদের সঙ্গে ঘােষণা করছি যে, বাংলাদেশ ইসলামিক ব্যাংকে এক কোটি ইসলামিক দিনার চাদা দেবে। বাংলাদেশকে সর্বসম্মত প্রস্তাবে ইসলামিক ব্যাংকের সদস্যভূক্ত করার জন্য তিনি সম্মেলনের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি