You dont have javascript enabled! Please enable it!

আগস্ট ৯, ১৯৭৪ শুক্রবার ও দৈনিক ইত্তেফাক

ইরাকের পথে অর্থমন্ত্রী ও অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ অর্থ সচিব জনাব কফিলউদ্দিন মাহমুদকে সঙ্গে লইয়া গতকাল (বৃহস্পতিবার) বাগদাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জনাব তাজউদ্দিন আহমদ কয়েকটি আরব দেশ সফর করিবেন। বিমানবন্দরে তিনি সাংবাদিকদের বলেন যে, ঐ সকল দেশের সহিত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করাই তাহার এই সফরের উদ্দেশ্য। এ খবর বাসসর। কলিকাতায় ইউএনআই জানায়, কলিকাতায় পৌছিয়া জনাব তাজউদ্দিন বিমানবন্দরে সাংবাদিকদের নিকট বলেন যে, পাকিস্তান সরকারের উচিত দুই দেশের মধ্যে পরিসম্পদ ভাগ-বাটোয়ারার ব্যাপারে বাংলাদেশ সরকারের ন্যায়সঙ্গত দাবি মানিয়া লওয়া। তিনি বলেন, ঢাকায় মুজিব-ভুট্টো আলােচনার পর তাহাদের সরকার পাকিস্তানের নিকট হইতে এই দাবির ব্যাপারে কোন সাড়া পায় নাই। তিনি বলেন, পাকিস্তানের শাসনাধীনে থাকাকালে যে সকল দেশ বাংলাদেশের জন্য ঋণ দিয়াছিল বাংলাদেশ ইতােমধ্যে তাহাদিগকে জানাইয়া দিয়াছে যে, বাংলাদেশ পাকিস্তানের সহিত এসকল ব্যাপারে নিষ্পত্তি সাপেক্ষে সম্পাদনাধীন প্রকল্পসমূহের ঋণের বােঝা গ্রহণ করিতে রাজি। স্বাধীনতার পূর্বে সম্পন্ন প্রকল্পগুলির ঋণের দায়িত্ব বাংলাদেশ পাকিস্তানের সহিত নিষ্পত্তির পর গ্রহণ করিবে বলিয়া ঋণদাতা দেশগুলিকে জানাইয়া দেওয়া হইয়াছে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, কিন্তু এ অবস্থা কতদিন চলিবে ? আমরা আশা করি পাকিস্তানের শুভ বুদ্ধির উদয় হইবে এবং তাহারা পরিসম্পদ বাটোয়ারার ব্যপারে ফয়সালায় আসিবে, যেন দায়ভাগের নিষ্পত্তিও সম্ভব হয়।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!