You dont have javascript enabled! Please enable it! 1974.07.17 | দৈনিক পূর্বদেশ -মাছের চাষ বাড়তে উৎসাহ দিন - সংগ্রামের নোটবুক

জুলাই ১৭, ১৯৭৪ বুধবার ঃ দৈনিক পূর্বদেশ

মাছের চাষ বাড়তে উৎসাহ দিন ঃ ঢাকা, ১৬ জুলাই, বাসস। অর্থ, বন, মৎস্য ও পশুপালন দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ মৎস্য চাষ বিশেষ করে উচ্চ আমিষ উপাদানের মাছ চাষ বাড়াতে জনগণকে উৎসাহিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপদেশ দেন। আজ সচিবালয়ে তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণ দানকালে মন্ত্রী বলেন, মৎস্য চাষ এ জাতীয় অন্যান্য চাষের তুলনায় অর্থনৈতিক দিক থেকে দেশের পক্ষে লাভজনক। জনাব তাজউদ্দিন বলেন, শুধুমাত্র দেশের চাহিদা মেটানাের জন্য বন সংরক্ষণ ও উন্নয়ন আবশ্যক নয়, অনুকূল আবহাওয়া অবস্থা রক্ষার্থে এর প্রয়ােজন। তিনি বলেন, বনও একটি লাভজনক সম্পদ। জুলাই ২৬, ১৯৭৪ শুক্রবার ঃ দৈনিক বাংলা অর্থমন্ত্রী স্ট্যাম্প কালােবাজারিকে হাতে নাতে ধরে ফেললেন : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বৃহস্পতিবার ঢাকা জেলা আদালতে একজন নন-জুডিশিয়াল স্ট্যাম্প কালােবাজারিকে হাতেনাতে ধরে ফেলেন। পরে তার নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে। এনা ও বিপিআইয়ের এই খবরে বলা হয়, আদালতে নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়ের ক্ষেত্রে ভেন্ডারদের দুর্নীতি সম্পর্কিত অভিযােগের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন বৃহস্পতিবার আকস্মিকভাবে ঢাকা জেলা আদালত পরিদর্শন করেন। অর্থমন্ত্রীর আদালত পরিদর্শনের সময়ে লাইসেন্সপ্রাপ্ত ভেন্ডার আমিনুদ্দিন ভূঁইয়ার ছেলে মনিবুদ্দিন কালােবাজারে নন-জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয় করছিল। অর্থমন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, বিশেষ ক্ষমতা আইনে এই ব্যক্তির বিচার হবে। জনাব তাজউদ্দিন আদালত কর্মকর্তাদের জানান পর্যাপ্ত পরিমাণ স্ট্যাম্প মওজুদ রয়েছে। তিনি বলেন, নির্ধারিত দামে স্ট্যাম্প না পাবার কোন কারণ নেই। অর্থমন্ত্রী আশ্বাস দেন, স্ট্যাম্পের কালােবাজারি বন্ধের জন্য সব ব্যবস্থাই নেয়া হবে। অর্থমন্ত্রীর সাথে সরকারী কর্মকর্তা ও সাংবাদিকরা ছিলেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি