You dont have javascript enabled! Please enable it!

জুন ২৪, ১৯৭৪ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

উদ্ভিদ ও প্রাণীসম্পদ সংরক্ষণ করুনঃ স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ উদ্ভিদ ও প্রাণীসম্পদ সংরক্ষণের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রবিবার সকালে মীরপুরে ঢাকা চিড়িয়াখানা ও উদ্ভিদ বাগিচার (বােটানিকাল গার্ডেন) উদ্বোধনী ভাষণে এ আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ উদ্ভিদ বাগিচা এবং চিড়িয়াখানাকে জাতির জীবন্ত জাদুঘর বলে আখ্যায়িত করেন। জাদুঘর এবং উদ্ভিদ বাগিচা ও চিড়িয়াখানার মধ্যে পার্থক্যের উল্লেখ করে তিনি বলেন যে, জাদুঘরে একটি জাতির ঐতিহাসিক নিদর্শনসমূহ এবং চিড়িয়াখানা ও উদ্ভিদ বাগিচায় প্রাণী ও বনজ সম্পদসমূহকে বিলুপ্তির কবল থেকে রক্ষার জন্যে সংরক্ষণ করা হয়। বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ সম্পর্কে গবেষণা পরিচালনার জন্যে চিড়িয়াখানা এবং উদ্ভিদ বাগিচা অবারিত সুযােগ এনে দেয় বলে তিনি উল্লেখ করেন। ঢাকা চিড়িয়াখানা এবং উদ্ভিদ বাগিচা উদ্বোধনকে একটি স্মরণীয় ঘটনা বলে আখ্যায়িত করে তিনি এর প্রতিষ্ঠার ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত প্রচেষ্টার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জনাব তাজউদ্দিন আহমদ চম্পা, আগর, নাগেশ্বরী, বকুল এবং মহুয়া গাছের চারা রােপণ করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!