জুন ১৩, ১৯৭৪ বৃহস্পতিবার : দৈনিক ইত্তেফাক
ওয়াশিংটনে তাজউদ্দিন ; বাংলাদেশে সহযােগিতা সংক্রান্ত আলােচনা ? ওয়াশিংটন, ১২ জুন। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গত সােমবার মার্কিন সাহায্য সংস্থার প্রসাশক মি. এস. পার্কারের সহিত ৪৫ মিনিট স্থায়ী একটি ফলপ্রসূ বৈঠকে মিলিত হন। জনাব তাজউদ্দিন আহমদ মি. পার্কারকে বাংলাদেশের প্রতি দীর্ঘকালের অবহেলার প্রতিক্রিয়া, রক্তক্ষয়ী যুদ্ধের ধ্বংসলীলা, বিশ্বের বর্তমান মুদ্রাস্ফীতি ও বাংলাদেশের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি সম্পর্কে অবহিত করেন। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মন্ত্রী মহােদয় বাংলাদেশের জন্য খাদ্য ও অন্যান্য দ্রব্য সংক্রান্ত সহযােগিতার প্রয়ােজনীয়তার উপর গুরুত্ব আরােপ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি