জুন ১৫, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
আগামী অর্থ বছরে আইডিএ পনর কোটি ডলার সাহায্য দিচ্ছে : ওয়াশিংটন, ১৪ জুন, এনা। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট রবার্ট ম্যাকনামারা বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদকে জানিয়েছেন যে, আগামী অর্থ বছরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আই.ডি.এ. বাংলাদেশকে ১৫ কোটি ডলার ঋণ দেবে বলে আশা করা যায়। এই সংক্রান্ত আই.ডি.এ. বিল মার্কিন প্রতিনিধি পরিষদে বিবেচনাধীন রয়েছে বলে তিনি উল্লেখ করেন। জনাব তাজউদ্দিন সম্প্রতি ম্যাকনামারার সাথে দেখা করলে তিনি তাকে এ কথা জানান। গত ১১ জুন লন্ডনে বাংলাদেশ সরকারের প্রতিনিধির সাথে বিশ্ব ব্যাংকের ঋণ পরিশোেধ সংক্রান্ত যে চুক্তি সম্পাদিত হয়, ম্যাকনামারা তাতে সন্তোষ প্রকাশ করেন। জনাব তাজউদ্দিন মি, ম্যাকনামারাকে বলেন যে, তেল ও অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উন্নয়নশীল দেশগুলােকে বিরাট অসুবিধা পােহাতে হচ্ছে। বাংলাদেশে তেল ব্যবহারের বার্ষিক ব্যয় সাড়ে ৩ কোটি ডলার থেকে ১৩ কোটি ডলার বৃদ্ধি পাওয়ার কথা উল্লেখ করে জনাব তাজউদ্দিন বলেন যে, বাংলাদেশে বিদেশ থেকে আমদানি করা খাদ্য শস্য, সার ও অন্যান্য শিল্প কাঁচামালের দামও বেড়ে গেছে। ফলে বাংলাদেশের মতাে নবীন রাষ্ট্রে সমস্যা প্রায় সমাধানের বাইরে। চলে গেছে অন্যদিকে বাংলাদেশের রফতানি দ্রব্য পাট, পাটজাত দ্রব্য ইত্যাদির দাম সেই অনুপাতে বাড়েনি। ফলে দায় পরিশােধে ভারসাম্য রক্ষা করা যাচ্ছে না। জনাব তাজউদ্দিন বলেন যে, এমনকি আমদানি দ্রব্যের পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে থাকলেও বৈদেশিক মুদ্রা রিজার্ভ গুরুতরভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। জনাব তাজউদ্দিন মি, ম্যাকনামারাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি এই আমন্ত্রণ গ্রহণ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি