You dont have javascript enabled! Please enable it! 1974.06.05 | দৈনিক পূর্বদেশ-অর্থমন্ত্রী শনিবার ওয়াশিংটন যাচ্ছেন - সংগ্রামের নোটবুক

জুন ৫, ১৯৭৪ বুধবার ঃ দৈনিক পূর্বদেশ

অর্থমন্ত্রী শনিবার ওয়াশিংটন যাচ্ছেন : সংসদ ভবন, ৫ জুন, এনা। স্বর্ণমানের পরিবর্তে বিশেষ মুদ্রামান অধিকার (স্পেশাল ড্রয়িং রাইটস) প্রবর্তনের প্রস্তাব বিবেচনা করতে আন্তর্জাতিক অর্থ তহবিলের বিশজনের কমিটির বৈঠক আগামী সপ্তাহে ওয়াশিংটনে শুরু হচ্ছে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এ বৈঠকে যােগদানের জন্য আগামী শনিবার ওয়াশিংটনে যাচ্ছেন। আজ তিনি সংসদ ভবনে তার দফতরে বার্তা সংস্থাকে জানান, বিশেষ মুদ্রামান অধিকারের মূল্যমান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ এখন পর্যন্ত বাকি রয়েছে। তিনি বলেন, এটা একটি জটিল প্রশ্ন। তিনি আভাস দেন যে, পাউন্ড বা ডলারের মত দু’একটি মুদ্রামানের আলােকে সিদ্ধান্ত গ্রহণের পরিবর্তে বিভিন্ন মুদ্রার একটি স্বীকৃত গ্রুপের বর্তমান আন্তর্জাতিক মূল্যমানের আলােকে বিশেষ মুদ্রামান অধিকারের মূল্যমান নির্ধারিত করা হলে বাংলাদেশের মত উন্নয়নকামী দেশগুলাে অশেষ উপকৃত হবে। বিশজনের কমিটি সম্পর্কে জনাব তাজউদ্দিন বলেন, কমিটির অধিকাংশ সদস্যই হচ্ছেন উন্নত দেশের । অর্থমন্ত্রী বলেন স্বর্ণের আন্তর্জাতিক সংকটের ফলে স্বর্ণমানের পরিবর্তে বিশেষ মুদ্রামান অধিকার প্রবর্তন প্রয়ােজন হয়ে পড়েছে। তিনি বলেন, মন্ত্রী পর্যায়ের কমিটির বৈঠকের সুপারিশসমূহ আগামী সেপ্টেম্বর মাসের কোন এক সময়ে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থ তহবিলের বার্ষিক সাধারণ সভায় পেশ করা হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি