You dont have javascript enabled! Please enable it!

জুন ৯, ১৯৭৪ রবিবার ও দৈনিক পূর্বদেশ

অর্থমন্ত্রীর ওয়াশিংটন যাত্রা : ঢাকা, ৮ জুন, এনা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের স্পেশাল ড্রইং রাইটসয়ের (এস.ডি.আর.) সাথে উন্নয়ন সংক্রান্ত আর্থিক যােগানের সংযুক্তিকরণ এবং উন্নত দেশগুলাের বাড়তি অর্থের অংশবিশেষ উন্নয়নশীল দেশগুলাের জন্য বরাদ্দের প্রশ্নে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বিশেষ জোর দেবেন। ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য মুদ্রা তহবিলের বৈঠকে যােগদানের জন্য আজ বিকেলে ঢাকা ত্যাগের প্রাক্কালে অর্থমন্ত্রী সাংবাদিকদের কাছে উপরােক্ত অভিমত প্রকাশ করেন। আগামীকাল থেকে এই বৈঠক শুরু হবে। জনাব তাজউদ্দিন বলেন, স্পেশাল ড্রইং রাইটসয়ের মাধ্যমে ঋণদানযােগ্য অর্থ বর্তমান সীমিতসংখ্যক গুরুত্বপূর্ণ মুদ্রা ছাড়াও আরাে কিছুসংখ্যক দেশের মুদ্রার সাথে সমমানসম্পন্ন করা উচিত। তিনি বলেন, সকল উন্নয়নশীল দেশ এস.ডি.আর.-এর মাধ্যমে প্রাপ্ত অর্থের সাথে বিশ্বের ১২টি দেশের মুদ্রার স্বাভাবিক বিনিময় দাবি করছে। কয়েকটি উন্নত দেশ এই দাবি সমর্থনও করেছে। জনাব তাজউদ্দিন বলেন, তিন বছর আগে মুদ্রা তহবিল গঠনের পর থেকেই এর মন্ত্রী পর্যায়ের কমিটি বিশ্ব মুদ্রা ব্যবস্থার সংস্কার সাধণের কাজে তৎপর রয়েছেন। কমিটি খুব শীঘ্রই এ ব্যাপারে তাদের প্রস্তাবলী পেশ করবেন। সংস্কার সম্পর্কিত চুড়ান্ত সিদ্ধান্ত অবশ্য মুদ্রা তহবিলের সাধারণ বৈঠকে গৃহীত হবে। আগামী সেপ্টেম্বরে এই বৈঠক হবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!