জুন ৬, ১৯৭৪ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ
ভিয়েতনামী জনগণের সংগ্রামে বাংলার সমর্থন থাকবে ? স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী ও আফ্রো-এশিয় গণ-সংহতি পরিষদের সভাপতি জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন যে, ভিয়েতনামের বিপ্লবী জনগণের চুড়ান্ত বিজয় অর্জনের সংগ্রামে বাংলাদেশের সরকার ও জনগণ শুধু নৈতিক সমর্থনই দান করবেন না প্রয়ােজনে সক্রিয় সমর্থনও দেয়া হবে। অর্থমন্ত্রী গতকাল বুধবার আফ্রো-এশিয় গণ-সংহতি পরিষদের উদ্যোগে দক্ষিণ ভিয়েতনাম প্রজাতন্ত্রের অস্থায়ী বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী অনুষ্ঠানে সভাপতির ভাষণ দান করছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ ভিয়েতনাম প্রজাতন্ত্রের অস্থায়ী বিপ্লবী সরকারের চার্জদ্যা এফেয়ার্স মি. লি ভ্যান কিয়েম। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, স্বাধীনতা, মানবিক অধিকার ও ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য বিশ্বের জনগণ যে সংগ্রাম করেন তা জয়যুক্ত হবেই । তিনি আরাে বলেন যে, ভিয়েতনামের জনগণও চূড়ান্ত সংগ্রামে বিজয়ী হবেন।
অর্থমন্ত্রী বলেন যে, বাংলাদেশের স্বাধীনতাকামী ও ন্যায় নীতিপরায়ণ মানুষ গােড়া থেকেই পৃথিবীর সংগ্রামী মানুষের প্রতি আন্তরিক সহানুভূতি জানিয়েছেন। তিনি বলেন যে, বাংলাদেশের মানুষ স্বাধীনতার আগ পর্যন্ত ভিয়েতনামের জনগণকে তাদের সংগ্রামে সক্রিয় সহযােগিতা দিতে পারেনি। তিনি আরাে বলেন যে, আজ বাংলাদেশের সরকার জনগণের সরকার। তাই জনগণের রায় ও সরকারের রায় একই। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, প্যারিস শান্তি চুক্তি সম্পাদিত হবার আগেই বাংলাদেশ সরকার দক্ষিণ ভিয়েতনাম প্রজাতন্ত্রের অস্থায়ী বিপ্লবী সরকারকে স্বীকৃতি দিয়েছেন। তিনি অভিমণকাশ করেন যে, এই স্বীকৃতি ভিয়েতনামের বিপ্লবী জনগণের প্রাপ্য। অর্থমন্ত্রী বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে দক্ষিণ ভিয়েতনাম প্রজাতন্ত্রের অস্থায়ী সরকার ও জনগণকে বিপ্লবী সরকার প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি