জুন ২, ১৯৭৪ রবিবার ঃ দৈনিক পূর্বদেশ
সাংবাদিকদের সত্য কথা বলতে হবে : স্টাফ রিপাের্টার। ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, নির্ভীক সাংবাদিক মরহুম তফাজ্জল হােসেন মানিক মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় আয়ােজিত আলােচনা সভায় মরহুম মানিক মিয়ার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, মানিক মিয়া বাংলার মানুষকে অধিকার আদায়ে সচেষ্ট করেছেন, সংগ্রামের পথ নির্দেশ দিয়েছেন। স্বাধীতার পর আজ অর্থনৈতিক মুক্তির লক্ষ্যকে ত্বরান্বিত করার দিনে মানিক ভাই বেঁচে থাকলে তিনি আমাদের কঠোর সমালােচনা করে ভুল-ক্রটি বিশ্লেষণ করে সত্যিকার পথ বলে দিতেন। তিনি নেই, সে জন্যে আজ বাংলাদেশের সাংবাদিকদের নিউকিভাবে তার সেই আদর্শ, নিষ্ঠা ও নির্ভীকতাকে গ্রহণ করে সমাজতন্ত্র তথা মানুষের মুক্তি লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্যে দায়িত্ব পালন করতে হবে। সত্য কথা বলতে হবে। সরকারের সমালােচনা করতে হবে। অর্থমন্ত্রী সংবাদপত্রসেবীদের উদ্দেশ্য বলেন, একটি সুসংবদ্ধ সমাজতান্ত্রিক রাজনৈতিক দল থাকলে সমাজতন্ত্রে উত্তরণ যত সহজ হত আমরা তা পারছি না। সে জন্যে সমাজতন্ত্রের ক্ষেত্রকে প্রসারিত করার জন্যে সঠিক পথ নির্দেশ দিয়ে আপনারা আমাদের সমালােচনা করুন। আপনারা লিখলে জাতির উপকার হবে। মানিক ভাইয়ের আত্মা শান্তি পাবে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি