মে ১৬, ১৯৭৪ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ
টাঙ্গাইল মিলে অর্থ ও স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকা, ১৫ মে (এনা)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এবং স্বাস্থ্যমন্ত্রী জনাব আব্দুল মান্নান গত রবিবারে সংঘটিত অগ্নিকান্ড সরেজমিনে তদন্ত করার জন্য আজ সকালে টাঙ্গাইল কটন মিল পরিদর্শন করেন। অগ্নিকান্ডের ফলে ৩১টি তাঁতের মধ্যে ৬টি তাত আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে এবং প্রায় ৬০ হাজার টাকার খুচরা যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে। মােট ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই লাখ টাকা। মন্ত্রী মহােদয় সমস্ত মিল প্রাঙ্গণ ঘুরে ফিরে তাঁতের ধ্বংসাবশেষ এবং খুচরা যন্ত্রাংশ দেখেন। এছাড়া তারা লেজার বই, মিলের কিছু নথিপত্র, গুদাম সংরক্ষণ পদ্ধতি পরীক্ষা করেন। মন্ত্রীদ্বয় আগুন লাগার সময়। কর্মরত শ্রমিক এবং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে পৃথক পৃথক বৈঠকে বসেন। জনাব তাজউদ্দিন মিলের কর্মকর্তাদের সাথে আলাপ প্রসঙ্গে অপচয় বন্ধ করার এবং পরিচালনার দক্ষতা বাড়ানাের উপদেশ দেন। মন্ত্রী বলেন, দেশের প্রায় কলকারখানায় উৎপাদন কম হচ্ছে। এর ফলে উৎপাদন ব্যয় বেশি পড়ছে। অদক্ষ পরিচালনার জন্য এরূপ হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি