এপ্রিল ২৬, ১৯৭৪ শুক্রবার ও দৈনিক পূর্বদেশ
অনুন্নত দেশগুলােকে প্রকল্প ঋণ প্রদানের সুপারিশ ঃ কুয়ালালামপুর, ২৫ এপ্রিল, বাসস। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ অপেক্ষাকৃত ক্ষুদ্র ও অনুন্নত রাষ্ট্রগুলিকে এশিয় উন্নয়ন ব্যাংকের প্রকল্প ঋণ ও স্থানীয় ব্যয় নির্বাহী মূলধন সরবরাহের জন্যে আজ আহ্বান জানিয়েছেন। আজ এখানে এশিয় উন্নয়ন ব্যাংকের সপ্তম বার্ষিক সম্মেলনে ভাষণ দানকালে জনাব তাজউদ্দিন আহমদ এতদউদ্দেশ্যে ব্যাংকের তহবিলে মুক্তহস্তে অর্থ দান করার জন্যে উন্নত তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলির প্রতি আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ তার দেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতির পুনর্গঠনে যে। উল্লেখযােগ্য অগ্রগতি সাধিত হয়েছে তার বিবরণ দেন। তিনি বলেন যে, বিশ্ব অর্থনীতির সাম্প্রতিক গতিধারা এবং খাদ্য, ভােগ্য পণ্য ও শিল্প কাঁচামালের বর্ধিত, মূল্য বাংলাদেশের উপরও প্রতিক্রিয়া বিস্তার করেছে। জনাব তাজউদ্দিন তার ভাষণে বলেন, বাংলাদেশের প্রথম পাঁচসালা পরিকল্পনায় জনসংখ্যা নিয়ন্ত্রণ, কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি, খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন। এবং অভ্যন্তরীণ সম্পদ সৃষ্টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে কৃষি ও পানি সম্পদের ওপর তার দেশ সর্বাধিক গুরুত্ব আরােপ করেছে। এ অবস্থায় বাংলাদেশের উন্নয়ন কর্মসূচি এবং তার অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলির বাস্তবায়নে এশিয় উন্নয়ন ব্যাংক সাহায্য করবে বলে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আশা প্রকাশ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি