এপ্রিল ২২, ১৯৭৪ সােমবার ঃ দৈনিক বাংলা
ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করতে হবে : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দেশবাসীকে ইতিহাস ও ঐতিহ্যসচেতন করে গড়ে তােলার জন্যে বুদ্ধিজীবী সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। বুদ্ধিজীবীদের উদ্দেশ্য করে তিনি বলেন, সারাদেশে ছড়িয়ে আছে অনেক ঐতিহাসিক নিদর্শন। এই সব ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ করা আমাদের জাতীয় দায়িত্ব। আর এই দায়িত্ব সম্পর্কে দেশবাসীকে সচেতন করে তুলতে হবে। ঢাকা জাদুঘরের রজত জয়ন্তীর দ্বিতীয় দিবসে আয়ােজিত এক সেমিনারে বক্তৃতাকালে জনাব তাজউদ্দিন আহমদ এ কথা বলেন। দেশের ঐতিহাসিক নিদর্শনগুলিকে সংরক্ষণের জন্যে জনগণকে সচেতন করে তােলার ভূমিকা বুদ্ধিজীবীদেরই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এ প্রচেষ্টায় সরকার সাহায্যের হাত সম্প্রসারিত করবে। দেশের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের জন্য আরও জাদুঘর ও গ্যালারি এবং গ্রন্থাগার স্থাপনের প্রয়ােজন। জনাব তাজউদ্দিন আহমদ ঐতিহাসিক ঘটনাবলীকে ধরে রাখার জন্যে দেশের ঐতিহাসিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আপনারা ঘটনাবলীকে যেভাবে দেখেছেন ঠিক সেইভাবেই তুলে ধরতে হবে। ঘটনার গভীরে যেতে হবে এবং ঘটনার সঠিক ও নির্ভুল ব্যাখ্যা থাকতে হবে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি