You dont have javascript enabled! Please enable it! 1974.04.06 | দৈনিক বাংলা-অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে - সংগ্রামের নোটবুক

এপ্রিল ৬, ১৯৭৪ শনিবার ঃ দৈনিক বাংলা

অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তুলতে হবে ঃ নাসির নগর কুমিল্লা, ৫ এপ্রিল, (এনা/বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি উৎপাদন বৃদ্ধিকল্পে আত্ম-নিয়ােগের জন্য আজ কৃষকদের প্রতি আহ্বান জানান। নচেৎ বিভিন্ন উন্নয়নমুলক কাজ বন্ধ রেখে দেশকে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যয় করে বিদেশ থেকে খাদ্য শস্য আমদানি করতে হবে বলে তিনি উল্লেখ করেন। মন্ত্রী আজ এখানে কৃষি উন্নয়ন ব্যাংকের ১১৫তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে এক সমাবেশে ভাষণ দানকালে একথা বলেন। মন্ত্রী ভাষণ দানকালে অসৎ ও আইন ভঙ্গকারীদের প্রতিরােধ করার জন্য বাংলাদেশের সকল প্রগতিশীল ব্যক্তির প্রতি আহ্বান জানান। তিনি অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে গণ-আন্দোলন গড়ে তােলার আহ্বান জানান। তিনি বলেন, এসব অসৎ লােকদের সমাজের শত্রু হিসাবে চিহ্নিত করতে হবে। অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্র লীগের অভিযান শুরুর প্রশংসা করে জনাব তাজউদ্দিন বলেন, নিঃসন্দেহে এটা একটা অভিনন্দনযােগ্য উদ্যোগ। তিনি বলেন, এদেশের ছাত্র সমাজ অতীতের ন্যায় পুনরায় অসত্যের বিরুদ্ধে সােচ্চার হয়ে উঠেছে। তিনি বলেন, উপরােক্ত ব্যক্তিদের ব্যাপারে ছাত্র লীগ কর্মীদের শংকিত হওয়ার কোনই কারণ নাই। ছাত্র লীগ তাদের এ ধরনের প্রশংসনীয় উদ্যোগে তার ও সৎ লােকদের সমর্থন অবশ্যই পাবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি