You dont have javascript enabled! Please enable it! 1974.04.01 | দৈনিক বাংলা-শিক্ষাঙ্গনে যুবসমাজকে আকৃষ্ট করার উপকরণের অভাব রয়েছে - সংগ্রামের নোটবুক

এপ্রিল ১, ১৯৭৪ সােমবার ঃ দৈনিক বাংলা

শিক্ষাঙ্গনে যুবসমাজকে আকৃষ্ট করার উপকরণের অভাব রয়েছে : স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, দেশের যুব শক্তির মেধা ও চারিত্রিক অপচয় রােধের জন্য শিক্ষার বিভিন্ন শাখায় তাদের সুষ্ঠুভাবে নিয়ােজিত রাখার ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, শিক্ষাঙ্গনে যুবশক্তিকে আকৃষ্ট করার মত উপকরণের অভাব যথেষ্ট রয়েছে। এ অবস্থায় দেশের সামগ্রিক পরিস্থিতিতে তাদের বিশৃংখল হওয়া অস্বাভাবিক নয়। অর্থমন্ত্রী গতকাল রােববার সকালে সেন্ট গ্রেগরীজ হাইস্কুলের বর্তমান ভবনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করছিলেন। তিনি এই স্কুলের ছাত্র ছিলেন। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ তার বক্তৃতায় বলেন, পারিপার্শ্বিকতাকে উপলব্ধি করার নামই হল শিক্ষা। এই উপলব্ধির শিক্ষাই এই স্কুলে দেয়া হয়। তিনি বলেন, কঠোরতা অবলম্বন করে কখনাে শৃংখলা আনা যায় না। এর জন্যে দরকার সুষ্ঠু নিয়ম ও পরিবেশের।

তিনি বলেন, শিক্ষা ক্ষেত্রে বর্তমানে যে হারে ছাত্র আসছে, সে হারে শিক্ষার বিভিন্ন শাখায় তাদের নিয়ােজিত রাখার উপকরণ নেই। ছাত্রদের সুষ্ঠু ও সু-শৃংখলভাবে জীবনের বৃহত্তর অঙ্গনের জন্য প্রস্তুত করার জন্য শিক্ষার উপকরণ বাড়াতে হবে। বলে তিনি উল্লেখ করেন। দেশ গড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, এর জন্য একটি আইনের শাসন চাই। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এর জন্যে প্রত্যেককে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, বক্তৃতা কমাতে হবে। এখন ভেবে দেখতে হবে বক্তৃতায় যা বলা হয়েছে, তা করা হয়েছি কি না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি