মার্চ ২৮, ১৯৭৪ বৃহস্পতিবার : দৈনিক ইত্তেফাক
অতীতকে ভুলিয়া কাজে মন দিন ঃ চট্টগ্রাম, ২৬ মার্চ। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ জাতীয় স্বাধীনতার এই শুভ দিনে অতীতের ঘটনাবলী ভুলিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশের পুনর্গঠনের কাজের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি আজ সকালে নিয়াজ স্টেডিয়ামে পুলিশ, আনসার, বয়স্কাউট ও গার্লস গাইডদের জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতেছিলেন। জাতীয় দিবসের মনােজ্ঞ অনুষ্ঠান উপভােগ করার জন্য বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক দর্শক স্টেডিয়াম সমবেত হন। স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি স্মৃতি তর্পন করিয়া জনাব তাউদ্দিন আহমদ বলেন, একটি কঠিন যুদ্ধের মাধ্যমে আমরা রাজনৈতিক ও ভৌগােলিক স্বাধীনতা অর্জন করিয়াছি। কিন্তু অর্থনৈতিক স্বাধীনতার যুদ্ধ আরও কঠিন। বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে এই যুদ্ধে আমাদের অবশ্যই জয়লাভ করিতে হইবে। তিনি উল্লেখ করেন যে, চোরাচালানি, কালােবাজারি, মজুতদার, মুনাফাখাের, অসাধু ব্যবসায়ী এবং অনুরূপ অন্যান্য সমাজ ও রাষ্ট্র বিরােধী লােক অর্থনৈতিক স্বাধীনতার শত্রু। তিনি জনগণকে এইসব লােক সম্পর্কে সতর্ক করিয়া দেন এবং আত্মীয়, বন্ধু ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে তাহাদের রেহাই না দেওয়ার আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, যাহারা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে বড় বড় কথা বলেন, তাহারাই দুষ্কৃতিকারীরা ধরা পড়িলে তাহাদের মুক্তিদানের জন্য ওকালতি করেন। অর্থমন্ত্রী ছাত্র ও তরুণ সমাজকে জাতীয় পুনর্গঠন কাজে এবং দেশের সমাজতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নে নিজেদের গড়িয়া তােলার আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি