You dont have javascript enabled! Please enable it! 1974.03.25 | দৈনিক ইত্তেফাক-সত্য ও ন্যায় সমুন্নত রাখুন - সংগ্রামের নোটবুক

মার্চ ২৫, ১৯৭৪ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

সত্য ও ন্যায় সমুন্নত রাখুন। কাপাসিয়া ঢাকা, ২৪ মার্চ। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সত্য ও ন্যায় বিচারকে সমুন্নত রাখা এবং জনগণের আস্থা ও শ্রদ্ধা অজর্নের জন্য সরকারী কর্মচারিদের কাজ করিয়া যাওয়ার আহ্বান জানাইয়াছেন। তিনি আজ কাপাসিয়া থানার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সদস্যদের উদ্দেশ্যে বক্তৃতা করিতে ছিলেন। অর্থমন্ত্রী সহকর্মীদের নিকট সততা ও নিষ্ঠার সহিত কাজ করার নজির সৃষ্টি করার জন্য সরকারী কর্মচারিদের পরামর্শ দেন। তিনি স্মরণ করাইয়া দেন যে, সততা ও নিষ্ঠার সহিত কাজ না করিলে জাতি অরাজকতার শিকার হইয়া পড়িবে। কেহই এই পরিস্থিতি হইতে রক্ষা পাইবে না। জনাব তাজউদ্দিন আহমদ দেশে আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নের প্রয়ােজনীয়তার ওপর গুরুত্ব আরােপ করেন এবং জনগণকে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক শান্তি সম্প্রীতি ব্যাহতকারীদের জনগণের শত্রু হিসাবে চিহ্নিত করা উচিত এবং তাহাদেরকে কোন মহলের ছত্রচ্ছায়ায় রাখা উচিত নয়। জনাব তাজউদ্দিন আহমদ শ্রীপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শাহাবুদ্দিনের হত্যাকান্ডে দুঃখ প্রকাশ করেন। ইতােপূর্বে তিনি কাপাসিয়া ছাত্র লীগের নয়া কার্যালয় উদ্বোধন করেন। তিনি ছাত্রদের সৎ ও দেশের যােগ্য নাগরিক হিসাবে গড়িয়া ওঠার পরামর্শ দেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি