মার্চ ১৯, ১৯৭৪ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা
অন্যের কাঁধে দোষ চাপিয়ে সমস্যার সমাধান করা যায় না : ময়মনসিংহ, ১৭ মার্চ, বাসস। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল এখানে বলেন, কৃষির ওপরই দেশের অর্থনীতি নির্ভর করছে এবং শিল্পোন্নয়নের জন্য যে পুঁজির প্রয়ােজন, তাও কৃষির ওপর নির্ভরশীল। সরকার তাই কৃষি উন্নয়নের ওপর গুরুত্ব আরােপ করেছেন। অর্থমন্ত্রী কেন্দ্রীয় ছাত্র সংসদ আয়ােজিত কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগতদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দানকালে এ কথা বলেন। দুনীতি ও সমাজ বিরােধী কার্যকলাপের প্রশ্ন তুলে তিনি বলেন, শুধু বড় বড় কথা বলে এবং অপরের কাধে দোষ চাপিয়ে কোন সমস্যার সমাধান করা যায় না। সমাজ বিরােধী কার্যকলাপ রুখে দাঁড়ানাের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দেশের সুষ্ঠু অর্থনীতি গড়ে তােলার জন্য জনসংখ্যা নিয়ন্ত্রণ একান্ত আবশ্যক। জনসংখ্যা পরিকল্পনা সুষ্ঠু শিক্ষা পরিকল্পনার মাধ্যমেই সম্ভব। বাস্তব অবস্থার উপর দৃষ্টি রেখে শিক্ষা কমিশন দীর্ঘতর রিপাের্ট সরকারের নিকট পেশ করছে। অর্থমন্ত্রী আরও বলেন, পুঁজিবাদী ব্যবস্থা দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত রাজনৈতিক ক্যাডার গড়ে তুলতে না পারলে সমাজতন্ত্র কায়েম হতে পারে না। তিনি বলেন, আমরা নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছি কিনা। এ কথা প্রত্যেকের বিবেকের সাথে চিন্তা করে দেখা উচিত। এ সম্পর্কে তিনি ছাত্র সমাজের উদ্দেশ্যে বলেন, ছাত্রদের সব কিছু বিবেক দিয়ে চিন্তা করে দেখার দায়িত্ব রয়েছে। তাদের উচিত জাতির বৃহত্তর কল্যাণে নিজেদের গড়ে তােলার।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি