You dont have javascript enabled! Please enable it! 1974.03.18 | দৈনিক ইত্তেফাক-অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া মানুষের দুঃখের অবসান হয় না - সংগ্রামের নোটবুক

মার্চ ১৮, ১৯৭৪ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া মানুষের দুঃখের অবসান হয় না ? নিজস্ব সংবাদদাতা, শৈলকুপা, যশাের, ৭ মার্চ। রাজনৈতিক স্বাধীনতা অর্জনের মাধ্যমেই মানুষের দুঃখের অবসান হয় না। তার জন্য প্রয়ােজন অর্থনৈতিক স্বাধীনতা। আর এই অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য খেতে-খামারে, কলে-কারখানায় একতাবদ্ধ হইয়া কঠোর পরিশম করার প্রয়ােজন”। গত ৪ মার্চ শৈলকুপায় বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের একশত চারতম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দানকালে বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ উপরােক্ত মন্তব্য করেন। মন্ত্রী আরও বলেন, দেশ বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত এবং একমাত্র দেশের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান সম্ভব। তিনি স্বাধীনতা সংগ্রামকালীন ত্যাগের মনােভাব লইয়া সকলকে নিজ নিজ দায়িত্ব পালন করিয়া যাইবার আহ্বান জানান। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, সুখী-সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়িয়া তুলিতে হইলে আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হইতে হইবে। মন্ত্রী দুর্নীতিবাজ, কালােবাজারি, চোরাচালানি প্রভৃতি সমাজ বিরােধী শ্রেণীর উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করিয়া বলেন, তাহাদের ক্ষমা করা হইবে না। এই সমস্ত সমাজ বিরােধীদের উৎখাতের জন্য সমাজের সকল শ্রেণীর মানুষকে সক্রিয় সহযােগিতা করার ও গণ-প্রতিরােধ গড়িয়া তুলিবার জন্য তিনি আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি