You dont have javascript enabled! Please enable it!

মার্চ ১৫, ১৯৭৪ শুক্রবার ঃ দৈনিক পূর্বদেশ

পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্র দিয়ে সমাজতন্ত্র হয় না ও জয়দেবপুর, ১৪ মার্চ, বিপিআই। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন যে, পুঁজিবাদী রাষ্ট্রযন্ত্র, কখনাে সমাজতন্ত্রের লালন পালন করতে পারে না। একমাত্র সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে সক্ষম। জয়দেবপুর থানা ছাত্র লীগের বার্ষিক সম্মেলনে বক্তৃতা প্রসঙ্গে তিনি একথা বলেন। জনাব তাজউদ্দিন সমাজতন্ত্র প্রতিষ্ঠার আগে দেশের অবস্থা তলিয়ে দেখার জন্য ছাত্র লীগ কর্মীদের প্রতি অনুরােধ জানান। তিনি বলেন যে, সমাজতান্ত্রিক কর্মসূচি বাস্তবায়নের ওপরই সমাজতন্ত্র প্রতিষ্ঠা নির্ভর করে। তিনি ছাত্রদেরকে সমাজতান্ত্রিক মানসিকতা গড়ে তুলে সেই অনুসারে সাধারণ মানুষকে শিক্ষা দানের আহ্বান জানান। সবরকম দুর্নীতি, অন্যায় ও শােষণের বিরুদ্ধে সংগ্রাম শুরু করার আগে তিনি। তাদেরকে আত্ম-বিশ্লেষণের মাধ্যমে আত্মশুদ্ধির আহ্বান জানান। বর্তমান সমাজ ব্যবস্থার ধ্বংসস্তুপের ওপর নয়া সমাজ প্রতিষ্ঠা সম্পর্কে পরিস্কার ধারণা নেয়ার জন্যও তাদের তিনি অনুরােধ করেন। তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতার প্রয়ােজন সমধিক। পরস্পরের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা স্বাধীন দেশের নাগরিকদের অন্যতম দায়িত্ব। তিনি বলেন, বর্তমান সমাজকে পরিবর্তন করে শােষণমুক্ত সমাজ গড়ার প্রয়ােজন কেন তা ছাত্রদের জানতে হবে। তিনি উল্লেখ করেন বর্তমান সমাজের পরিবর্তন সাধনের প্রয়ােজন সুষ্ঠুভাবে উপলব্ধি করতে পারলেই নতুন সমাজ প্রতিষ্ঠার পথেরও সন্ধান পাওয়া যাবে। শক্তিশালী জাতীয় অর্থনীতি গড়ে তােলার জন্য কৃতা অবলম্বন ও উৎপাদন বৃদ্ধির ওপরও তিনি গুরুত্বারােপ করেন। জনাব তাজউদ্দিন দিয়েগাে গার্সিয়ায় মার্কিন নৌ ঘাঁটি প্রতিষ্ঠার পায়তারার সমালােচনা করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!