You dont have javascript enabled! Please enable it! 1974.03.08 | দৈনিক ইত্তেফাক-পাকিস্তানের স্বীকৃতির ফলে বাংলাদেশের প্রাপ্য সম্পদ আদায়ের পথ উন্মুক্ত হইয়াছে - সংগ্রামের নোটবুক

মার্চ ৮, ১৯৭৪ শুক্রবার ঃ দৈনিক ইত্তেফাক

পাকিস্তানের স্বীকৃতির ফলে বাংলাদেশের প্রাপ্য সম্পদ আদায়ের পথ উন্মুক্ত হইয়াছে ? অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতি প্রদান দেশমুক্তির পূর্বেকার পাকিস্তানের সম্পদে বাংলাদেশের প্রাপ্য অংশ আদায়ের পথ উন্মুক্ত করিয়াছে। মন্ত্রী গত বুধবার সন্ধ্যায় কারিগরি মিলনায়তনে অডিট এন্ড অ্যাকউন্টস ডাইরেক্টরেট কর্মচারিদের এক অনুষ্ঠানে ভাষণ দিতেছিলেন। জনাব তাজউদ্দিন বলেন যে, পাকিস্তানকে বাংলাদেশ মুক্তির পূর্বে স্টেট ব্যাংক অব পাকিস্তানে সংরক্ষিত স্বর্ণ, পিআইএ, পাকিস্তান শিপিং কর্পোরেশন, প্রতিরক্ষা ও অন্যান্য ক্ষেত্রের সহায় সম্পত্তিতে বাংলাদেশের প্রাপ্য অংশ দিতে হইবে। তিনি আরও বলেন যে, পাকিস্তান আমলে বিভিন্ন প্রকল্পের জন্য প্রাপ্ত বৈদেশিক মুদ্রাতেও বাংলাদেশের অংশীদারত্বের দাবি রহিয়াছে।। তিনি বলেন যে, এক শ্রেণীর লােক বাংলাদেশের স্বাধীনতাকে মনে-প্রাণে গ্রহণ করিতে পারে নাই। পাকিস্তান কর্তৃক বাংলাদেশকে স্বীকৃতির পর মনের বিভ্রান্তি পরিহারের জন্য তাহাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, জাতিসংঘের ১১৬টি দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিয়াছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্র ১৩০টি। সুতরাং পৃথিবীর কোন শক্তিই বাংলাদেশের স্বাধীনতাকে ছিনাইয়া নিতে পারিবে না। তিনি জাতি গঠন তথা অর্থনৈতিক মুক্তির জন্য সর্বশক্তি লইয়া কাজ করিয়া যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। অর্থনৈতিক মুক্তি ছাড়া রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন বলে তিনি উল্লেখ করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি