You dont have javascript enabled! Please enable it! 1974.03.06 | দৈনিক ইত্তেফাক-আইনের ফাঁকে দমননীতিতে সমস্যার সমাধান হয় না - সংগ্রামের নোটবুক

মার্চ ৬, ১৯৭৪ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক

আইনের ফাঁকে দমননীতিতে সমস্যার সমাধান হয় না ঃ ইত্তেফাক রিপাের্ট। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আইনের ফাঁক দিয়ে দমন নীতি চালাইলে সমস্যার সমাধান হয় না। পারস্পরিক সমঝােতা, বােঝাপড়ার মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ কৃষি ব্যাংক কেন্দ্রীয় কর্মচারি সংসদের উদ্যোগে আয়ােজিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দানকালে তিনি উপরােক্ত মন্তব্য করেন। তিনি বলেন যে, প্রকৃত নাগরিক অধিকার নিয়া বাঁচিয়া থাকার জন্যই আমরা স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হইয়াছিলাম এবং জাতি হিসেবে ঐকবদ্ধ প্রচেষ্টার ফলেই সংগ্রাম সফল হইয়াছে। তিনি বলেন যে, ইহাতে ব্যক্তি বিশেষের কোন অবদান নাই। দেশের সকল মা-বোেন, আপামর জনসাধারণের সহযােগিতায় স্বাধীনতা আসিয়াছে। অর্থমন্ত্রী বলেন যে, আমরা সাড়ে ৭ কোটি মানুষকে সঙ্গে লইয়া যাই নাই। কাজেই দেশের অভ্যন্তরে অবস্থানকারী ও পাকিস্তানী শাসকদের সহায়তাকারীদের দোষ দেওয়া যায় না। তিনি বলেন যে, আজ বাংলাদেশ যে আর পাকিস্তান হইবে না, একথা পাকিস্তানও স্বীকার করিয়াছে। কাজেই এখন সেই দালালির কথা চাপা দিতে হইবে এবং দেশ গড়ার জন্য জাতীয় ঐক্য গড়িয়া তুলিতে হইবে।

জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, দেশে পুরানাে সমস্যা হইতে নতুন নুতন সমস্যার সৃষ্টি হইতেছে। কাজেই সচেতন নাগরিক হিসেবে দেশের অবস্থা অনুধাবণ করিতে হইবে। উৎপাদন বৃদ্ধির আহ্বান জানাইয়া তিনি বলেন যে, কৃষি ক্ষেত্র ছাড়া | আর কোন ক্ষেত্রে আমরা এখনাে উৎপাদন যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় লইয়া যাইতে পারি নাই। দাবি-দাওয়ার প্রশ্নে অর্থমন্ত্রী বলেন যে, দেশের নিকট কিছু চাওয়ার পূর্বে দেশকে | আপনি কতটুকু দিয়াছেন, তাহা বিচার করুন। তিনি বলেন যে, বেতন ৩ গুণ বৃদ্ধি করিলেও বর্তমান দ্রব্যমূল্যে বাজারে চলা মুশকিল। কারণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করিয়া বেতন বৃদ্ধি করিলে মুদ্রাস্ফীতি দেখা দিতে বাধ্য। তিনি বলেন যে, বাজারে এক কোটি টাকা ছাড়া হইলে উহার ‘ভেলেসিটি” হইবে আড়াই কোটি টাকা, সচেতন নাগরিক হিসাবে উহা বুঝার চেষ্টা করার আহ্বান জানাইয়া তিনি সকল ব্যাংক কর্মচারিদের ধন্যবাদ জ্ঞাপন করিয়া বলেন যে, ব্যাংক ধর্মঘটকে বেআইনী ঘােষণা করা হয় নাই। ইহা সত্ত্বেও কর্মচারিগণ প্রস্তাবিত ব্যাংক ধর্মঘট প্রত্যাহার করিয়া দেশপ্রেমিক নাগরিকের পরিচয় দিয়াছেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি