You dont have javascript enabled! Please enable it!

ফেব্রুয়ারি ২৬, ১৯৭৪ মঙ্গলবার ও দৈনিক পূর্বদেশ

দেশ ও দশের জন্য আমলাদের দায়িত্ব কম নয় ঃ স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, সরকারী আমলারা হচ্ছেন “ক্রীম অব দ্যা সােসাইটি” । প্রশাসন কাজে তাদের পূর্ণ স্বাধীনতা দেয়া প্রয়ােজন। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যে, বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররাই আমলা হয়েছে। গতকাল সােমবার সকালে নিপা আয়ােজিত উন্নয়ন প্রশাসন’ শীর্ষক তিন দিনব্যাপী সেমিনারের উদ্বোধনকালে জনাব তাজউদ্দিন আহমদ এ কথা বলেন। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রে আমলাদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আমলাতন্ত্রের সর্বোচ্চ কর্মকর্তা সচিব সংসদীয় গণতন্ত্রে মন্ত্রীর প্রধান বিশেষজ্ঞ হিসেবে কাজ করবেন। শুধু তাই নয় তারা সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষের উপদেষ্টা হিসাবে কাজ করবেন। তিনি বলেন, রাজনৈতিক কর্তৃপক্ষ তাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং প্রশাসন কাজে আমলাদের উপদেশ কাজে লাগিয়ে দেশ পরিচালনা করলে দেশ সঠিকভাবে পরিচালিত হবে। জনাব তাজউদ্দিন রাষ্ট্রীয় আদর্শকে সামনে রেখে সরকারী আমলাদের দৃঢ়তার সংগে কর্তব্য পালনে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমলাদের নিরাপত্তা বিধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, সমাজতন্ত্র ও ধনতন্ত্র পাশাপাশি রেখে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক কর্মী ও আমলা উভয়েরই উন্নয়ন প্রশিক্ষণের প্রয়ােজন বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জনশক্তিকে সুপরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলেই অর্থনৈতিক মুক্তি আনা সম্ভব। তিনি বলেন, এ দেশের সরকারী কর্মচারিদের এক বৃহৎ অংশ চতুর্থ শ্রেণীর নিম্ন বেতনভূক্ত কর্মচারি। যাদের মাধ্যমে শুধুমাত্র শ্রমের অপচয়ই হচ্ছে। অথচ পরিকল্পিতভাবে এই বৃহৎ জনশক্তিকে কাজে লাগাতে পারলে এক দিকে যেমন তাদের ভাগ্যেরও পরিবর্তন ঘটত অপরদিকে দেশের অগ্রগতি সাধন হত। তিনি বলেন, আমলার চেয়ে পিওন চাপরাশির সংখ্যাই বেশি। অবশ্যই এর পরিবর্তন হওয়া উচিত।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!