ফেব্রুয়ারি ৮, ১৯৭৪, শুক্রবার ঃ দৈনিক বাংলা
একশ্রেণীর লােকের হাতে অস্ত্র থাকায় শান্তি বিপন্ন ঃ স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, সরকারের আইন প্রয়ােগকারী সংস্থাগুলাের সদস্যদের ছাড়া দেশে অন্য কাউকে অস্ত্র রাখতে দেয়া হবে না। তিনি বলেছেন, সমাজের এক শ্রেণীর মানুষের হাতে অস্ত্র থাকায় আজ জনগণের তথা সমাজের শান্তি ও নিরাপত্তা বিপন্ন। গতকাল বৃহস্পতিবার স্থানীয় ইসলামিক একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয় হকার্স লীগের প্রথম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙ্গা করে তুলতে হলে প্রত্যেকটি মানুষের অর্থনৈতিক কর্মতৎপরতা বাড়াতে হবে। এই অর্থনৈতিক কর্মতৎপরতা বাড়ানাের পূর্বশর্ত হচ্ছে স্থিতিশীল আইন-শৃংখলা পরিস্থিতি ও শান্তি । অর্থমন্ত্রী বলেন, দেশ-জাতি ও সমাজের সার্বিক স্বার্থে আইন-শৃংখলা ফিরিয়ে আনতে হবে। আইন-শৃংখলা ফিরে আসলেই উৎপাদন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে মানুষের অর্থনৈতিক কর্মতৎপরতা। অর্থমন্ত্রী জাতীয় জীবনের সর্বস্তরে উৎপাদন বাড়িয়ে দেশের সীমিত সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের ওপর গুরুত্ব আরােপ করেন। তিনি বলেন, প্রথমে জাতিকে ক্ষুধা থেকে মুক্তি দিতে হবে। তিনি দেশের হকার সমাজকে জাতীয় অর্থনীতি পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি হকারদের শহরে ইতস্তত বিক্ষিপ্তভাবে খালি জায়গা দখল না করে একটি নির্দিষ্ট স্থানে বিপণী কেন্দ্র গড়ে তােলার পরামর্শ দিয়েছেন। তিনি হকারদের সতর্ক করে দিয়ে বলেন যে, হকারদের সামনে রেখে একশ্রেণীর লােক শহরে জমি দখল করে নিতে পারে। অতীতে এরূপ ঘটনা অনেক ঘটেছে। বলেও অর্থমন্ত্রী উল্লেখ করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি