You dont have javascript enabled! Please enable it!

জানুয়ারি ১৩, ১৯৭৪ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

জাতীয় সমাজকল্যাণ সম্মেলনের অভিমত; মানুষ গড়াই সমাজ কল্যাণের মূল লক্ষ্য হওয়া উচিত : ইত্তেফাক রিপাের্ট)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল (শনিবার) বলেন, নতুন দেশকে নতুনভাবে গড়িয়া তুলিতে হইবে। আর এই দায়িত্বভার গ্রহণ করিবে বর্তমানের শিশুরাই। অতএব বর্তমান সমাজকে ভবিষ্যতের দেশ গড়ার নায়কদের গড়িয়া তােলার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করিতে হইবে”। বাংলাদেশ মহিলা সমিতি ভবনে সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে আয়ােজিত সপ্তাহব্যাপী জাতীয় সম্মেলনের তৃতীয় দিনে গতকল্য প্রধান অতিথির ভাষণে মন্ত্রী একথা বলেন। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সমাজকল্যাণ বিভাগের কার্যক্রমের ওপর মন্তব্য করিতে গিয়া বলেন, “সমাজকল্যাণ কর্মসূচির মধ্যে শিশুকল্যাণ আজকের সবচাইতে গুরুত্বপূর্ণ কর্মসূচি হওয়া প্রয়ােজন”। মন্ত্রী বলেন, সরকার বা সমাজ যথেষ্ট নজর দেওয়া সত্ত্বেও একটি শিশুর সুস্থ আর বলিষ্ঠ চরিত্র গড়িয়া তােলার জন্য সেইরূপ পারিবারিক পরিবেশের প্রয়ােজন। এই ব্যাপারে তিনি নারী সমাজকে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানান। মন্ত্রী মানুষ গড়ার কাজে সমাজকল্যাণ বিভাগকে ব্রতী হওয়ার আহ্বান জানান। মন্ত্রী তাহার ভাষণে স্বাধীনতা সংগ্রামে পাক-হানাদার বাহিনীর শিকার বীরাঙ্গনাদের পুনর্বাসন এবং তাহাদের প্রয়ােজনীয় অভাব-অভিযােগের প্রতিও গুরুত্ব আরােপ করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

                                                        

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!