জানুয়ারি ১, ১৯৭৪ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ
সংসদীয় গণতন্ত্রই দেশের জন্য উপযােগী ঃ ইলিয়টগঞ্জ, কুমিল্লা, ৩১ ডিসেম্বর, বিপিআই। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ বলেন, জনগণ দেশে সংসদীয় গণতন্ত্র প্রথা প্রবর্তন ও গ্রহণ করেছেন এবং গত দু’বছরে এর সাফল্যপূর্ণ প্রয়ােগ প্রমাণ করছে এটা দেশের পক্ষে উপযােগী। আজ বিকেলে এখানে সােনালী ব্যাংকের ৩০৫তম শাখা উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকার সংসদীয় গণতন্ত্রের ভিত্তিতে সংবিধান পাশ করে এবং মাত্র দু’বছর সময়ে জাতীয় সংসদ ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলাের নির্বাচন অনুষ্ঠান করে জনগণের কাছে দেয়া তাদের ওয়াদা পালন করেছেন এবং জনগণ তার জন্য উচ্ছসিত প্রশংসা করেছেন। জনগণকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের ভিতর এবং বাইরে থেকে সংসদীয় গণতন্ত্রের উপর আঘাত আসতে পারে। তিনি এ চ্যালেঞ্জ মােকাবিলা করতে জনগণের প্রতি আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি