ডিসেম্বর ১৭, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক বাংলা
বাংলা একাডেমীর অনুষ্ঠানে তাজউদ্দিন; মানুষকে ক্ষুধার্ত রেখে গুটিকয় সুবিধাবাদীর জন্য স্বাধীনতা নয় ? স্টাফ রিপাের্টার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ পূর্ণ আস্থার সাথে ঘােষণা করেন যে, সমাজতন্ত্রের লক্ষ্যে এ দেশকে গড়ে তােলার অন্তর্নিহিত শক্তি বাঙ্গালি জাতির রয়েছে। গত স্বাধীনতা আন্দোলনই তার প্রমাণ। মহান জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গতকাল রােববার সন্ধ্যায় বাংলা একাডেমী প্রাঙ্গণে আয়ােজিত মনােজ্ঞ আলােচনা সভায় জনাব তাজউদ্দিন আহমদ এই দৃঢ় প্রত্যয়ের কথা ঘােষণা করেন। তিনি বলেন, দেশকে কাঙ্খিত পথে গড়ে তােলার জন্য সমগ্র জাতিকেই কঠোর পরিশ্রম করতে হবে। এক্ষেত্রে শুধু গরীব কৃষকশ্রমিকই কষ্ট ও ত্যাগ স্বীকার করবে কিন্তু শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী করবে না—তা। আর বেশিদিন চলবে না। প্রধান অতিথির ভাষণে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আজ আমাদের আত্মসমালােচনারও দিবস। যে জাতি আত্মসমালােচনা করে না সে জাতি কখনােই অগ্রগতির পথে সঠিকভাবে এগিয়ে যেতে পারে না। নিজের ঘর থেকেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সরকারের মিথ্যা সাফাই গাওয়া নয় বুদ্ধিজীবী সম্প্রদায়কে আমাদের ত্রুটি বিচ্যুতি ধরিয়ে দিয়ে দেশ গড়ার কাজে গঠনমূলক দায়িত্ব পালন করতে হবে। দেশের কোটি কোটি ভুখা-নাঙ্গা মানুষের পেটে ক্ষুধা রেখে গুটিকতক সুবিধাবাদী শ্রেণীর জন্য এই স্বাধীনতা আসেনি। এ দেশের জনগণের জন্য ভাত-কাপড়-শিক্ষা-চিকিৎসা ও বাসস্থানের নিশ্চয়তা বিধানের জন্য শশাষণহীন সমাজ গঠনের উদ্দেশ্যেই আমাদের পরিশ্রম করতে হবে।
অন্যথায় জনগণের মনে বিক্ষোভের ঝড় সৃষ্টি হবে। অর্থমন্ত্রী দেশকে সমাজতন্ত্রের দিকে এগিয়ে নেয়ার জন্য স্বনির্ভর অর্থনীতির গড়ে তােলার উদ্দেশ্যে খেতখামার ও কলে-কারখানায় উৎপাদন বাড়ানাের আহ্বান জানান। তাজউদ্দিন আহমদ বলেন, বাঙ্গালি জাতি বড় বেশি তাড়াতাড়ি সব কিছু ভুলে যায় । তাই আমরা স্বাধীনতা পাওয়ার মাত্র দুই বৎসরের মধ্যেই শােকাবহ ঘটনাকে ভুলতে বসেছি। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের স্বাধীনতা সংগ্রামের সার্বিক ইতিহাস রচনা করতে হবে। যদি সঠিক ইতিহাস রচিত না হয় তবে আগামী দিনে জাতি আমাদেরকে কিছুতেই ক্ষমা করবে না। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, বাঙ্গালির স্বাধীনতার ইতিহাস বঙ্গবন্ধুর নেতৃত্বে জনগণই সৃষ্টি করেছে। একা কেউ এ ইতিহাস সৃষ্টি করেনি। এই ইতিহাসকে সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য তিনি বুদ্ধিজীবী সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, আত্মত্যাগের মাধ্যমে শহীদ ভায়েরা দেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। এখন দেশকে গড়ে তােলার দায়িত্ব আমাদের। আমরা যদি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে আমাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে স্থান নিতে হবে। জনাব তাজউদ্দিন আহমদ সুস্পষ্ট ভাষায় ঘােষণা করেন যে, বাংলাদেশের। রাজনৈতিক বুনিয়াদে বিদেশী শাসনের অনুপ্রবেশের কোন সুযােগও সম্ভাবনা নাই। তিনি বলেন, কিন্তু স্বনির্ভর অর্থনীতি কায়েম করতে না পারলে আমাদের ওপর সাম্রাজ্যবাদী চাপ থাকার সম্ভাবনা রয়েছে। জনাব তাজউদ্দিন আহমদ তার দীর্ঘ-ভাষণে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল্যবান তথ্যাবলী জনগণের সামনে তুলে ধরেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি