You dont have javascript enabled! Please enable it! 1973.12.14 | দৈনিক ইত্তেফাক-সােনালী ব্যাংকে শহীদ স্মৃতি সভায় তাজউদ্দিন ; দেশের সমৃদ্ধি হলেই শহীদান তাদের প্রকৃত মর্যাদা পাবেন - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ১৪, ১৯৭৩ শুক্রবার ঃ দৈনিক ইত্তেফাক

সােনালী ব্যাংকে শহীদ স্মৃতি সভায় তাজউদ্দিন ; দেশের সমৃদ্ধি হলেই শহীদান তাদের প্রকৃত মর্যাদা পাবেন ঃ গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, মাথার ঘাম পায়ে ফেলে বাংলাদেশকে সমৃদ্ধশালী রাষ্ট্ররূপে গড়ে তুলতে পারলেই স্বাধীনতা সংগ্রামের শহীদদের স্মৃতির প্রতি যথার্থ মর্যাদা দেয়া। হবে। স্বাধীনতা আন্দোলনের সময় আল-বদর বাহিনীর হাতে নিহত সােনালী ব্যাংক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হােসেন চৌধুরীর স্মরণে আয়ােজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী বক্তৃতা করছিলেন। বাসসের এই খবরে বলা হয়েছে, জনাব তাজউদ্দিন উল্লেখ করেছেন, আমাদের সম্পদ কম থাকলেও জনশক্তি আমাদের পর্যাপ্ত রয়েছে। এই জনশক্তিকে কাজে না। লাগালে, কঠোর পরিশ্রম না করলে, অর্থনেতিক সমৃদ্ধি অর্জিত যে হবে না তা আমরা উপলব্ধি করেছি।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি