You dont have javascript enabled! Please enable it!

ডিসেম্বর ৩, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ

প্রতিটি নাগরিককে দেশের সমস্যা সমাধানে এগিয়ে আসতে হবে ঃ ঢাকা, ২ ডিসেম্বর (বাসস)। অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ কৃষকদের উচ্চসিত প্রশংসা করে বলেন, কৃষকরা জাতির সম্পদ; আমরা তাদের জন্য গর্ববােধ করি। নরসিংদী থেকে ১০ মাইল দূরে আদিয়াবাদে এক জনসভায় ভাষণ দানকালে তিনি একথা বলেন। মন্ত্রী আশা প্রকাশ করেন, আসছে বছরগুলােতে কৃষি সেক্টর অর্থনীতিতে আরও অধিক সম্ভাবনাময় অবদান রাখবে। তিনি বলেন, দেশে অনেক সমস্যা আছে। প্রতিটি নাগরিককে সমস্যাগুলাে উপলব্ধি করতে হবে এবং সমাধানের জন্য কোথা থেকে শুরু করতে হবে তাও জানতে হবে। জনাব তাজউদ্দিন বলেন, সমস্যা সমাধানের উপায় উদ্ভাবন করা যেতে পারে, তবে আমাদের সম্পদ সম্ভার খুবই সীমিত। আসন্ন ইউনিয়ন নির্বাচনে সৎ ও ত্যাগী লােক। নির্বাচিত করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!