You dont have javascript enabled! Please enable it! 1973.11.24 | নভেম্বর ২৪, ১৯৭৩ শনিবার : দৈনিক ইত্তেফাক-সাধারণ মানুষের আশা-আকাংখা বাস্তবায়িত না হইলে কোন স্লোগানই কার্যকরি হইবে না - সংগ্রামের নোটবুক

নভেম্বর ২৪, ১৯৭৩ শনিবার : দৈনিক ইত্তেফাক

সাধারণ মানুষের আশা-আকাংখা বাস্তবায়িত না হইলে কোন স্লোগানই কার্যকরি হইবে নাঃ (ইত্তেফাক রিপাের্ট)। অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব। তাজউদ্দিন আহমদ গতকাল (শুক্রবার) বলেন যে, সাধারণ মানুষের আশাআকাংখা বাস্তবায়িত না করিতে পারিলে কোন স্লোগানই কার্যকরি হইবে না। তিনি বলেন যে, সীমিত উপকরণ দ্বারা অসীম সমস্যার সমাধানের জন্য পরিকল্পিত অর্থনীতির যথার্থ প্রয়ােগ বাঞ্ছনীয়। অর্থমন্ত্রী ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট কেন্দ্রীয় ছাত্র-সংসদ ও লতিফ ছাত্রাবাস পূর্ব ও পশ্চিম শাখা সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিতেছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ তাহার ভাষণে কারিগরি শিক্ষার প্রয়ােজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। পলিটেকনিক ছাত্রদের সমস্যাবলী প্রসঙ্গে তিনি বলেন যে, জীবনের প্রতি ক্ষেত্রে সৃষ্ট পাহাড় প্রমাণ সমস্যার মূলসূত্র আবিষ্কার করিতে হইবে। সমস্যা সমাধানের অর্থ জোগানাের জন্য কর ধার্য করা হইলে জনগণকেই উহা বহন করিতে হইবে বলিয়া মন্তব্য করেন। অর্থমন্ত্রী জনসংখ্যা বৃদ্ধি রােধের জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের উপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। অর্থমন্ত্রী দুঃখ প্রকাশ করিয়া বলেন যে, পাকিস্তানী আমলে “স্ত্রীর ভাই”ও “ভাগিনাদের কাছে মুখ রাখার জন্য পদ তৈরি করা হইত। এখনাে যদি এরূপ মানসিকতাই কাজ করে তবে তা দুঃখজনক।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি