You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ১৯, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

নারায়ণগঞ্জে সােভিয়েট বিপ্লব বার্ষিকী অনুষ্ঠানে তাজউদ্দিন; কোন বেসামরিক ললাকের হাতে অস্ত্র থাকা উচিত নয় ঃ (ইত্তেফাক রিপাের্ট)। মহান অক্টোবর বিপ্লব শুধু সােভিয়েটবাসীরই নহে সমগ্র মানবজাতির ইতিহাসেই এক নয়া দিগন্তের সূচনা করিয়াছে। ইহা বিশ্বের নিপীড়িত মানবজাতির মুক্তির প্রেরণা যােগাইয়াছে। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল (রবিবার) অপরাহ্নে নারায়ণগঞ্জে বাংলাদেশ সােভিয়েট মৈত্রী সমিতির উদ্যোগে সমাজতান্ত্রিক মহা বিপ্লবের ৫৬তম বার্ষিকী উপলক্ষে আয়ােজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে উপরােক্ত মন্তব্য। করেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করিতে গিয়া মন্ত্রীমহােদয় ত্রিদলীয় ঐক্যজোটের কর্মীদের কেন্দ্রীয় পর্যায়ে না থাকিয়া গ্রামে গ্রামে ছড়াইয়া পড়ার আহ্বান জানান। তিনি বলেন, যে কোন রাজনৈতিক মতাবলম্বী হউক না কেন, কোন বেসামরিক লােকের কাছেই অস্ত্রশস্ত্র থাকা উচিত নয়। যদি কোন দলের হাতে অস্ত্র থাকে, তাহা হইলে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলি আত্মরক্ষার তাগিতে হইলেও অস্ত্র ধারণ করিবে। রাজনৈতিক বিরােধিতা অভিনন্দনযােগ্য, কিন্তু অন্ত্রের প্রতিযােগিতা কোনমতেই মানিয়া লওয়া যায় না। অর্থমন্ত্রী বলেন, যে আদর্শের ভিত্তিতে ত্রিদলীয় ঐক্যজোট গঠিত হইয়াছে, সেই আদর্শে বিশ্বাসী এবং দেশের কল্যাণকামী কোন দল ঐক্যজোটে যােগদান করিয়া দেশের অর্থনৈতিক বুনিয়াদ সূদৃঢ় করিতে আগাইয়া আসিতে পারেন। তিনি বলেন, ধনতন্ত্রের কাঠামাের মধ্যে সমাজতন্ত্র হয় না।

সমাজতন্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য প্রয়ােজন সমাজতান্ত্রিক প্রশিক্ষণ। এ জন্য সকলকে হাতে-কলমে কাজ করিয়া যাইতে হইবে। অর্থমন্ত্রী জনগণের অর্থনৈতিক মুক্তি আনয়নের জন্য আত্মনির্ভরশীল অর্থনীতি গড়িয়া তােলার উপর গুরুত্ব আরােপ করেন। যাহারা রাতারাতি সমাজতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন তাহাদিগকে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের চর বলিয়া অভিহিত করিয়া জনাব তাজউদ্দিন আহমদ বলেন, ৫৬ বৎসর পূর্বের সমাজতান্ত্রিক মহাবিপ্লব একটি কথাই প্রমাণ করিয়াছে যে, সমাজতন্ত্র কায়েমের কোন সর্টকাট’ পথ নাই। সাম্রাজ্যবাদের ভূমিকা সম্পর্কে জনগণকে সতর্ক করিয়া দিয়া তিনি বলেন, আমাদের দেশের দারিদ্রের সুযােগ গ্রহণে সাম্রাজ্যবাদ ও ঔপনিবেশবাদ তৎপর রহিয়াছে। তিনি স্বাধীনতা সংগ্রামকালে সােভিয়েট সাহায্যের কথা কৃতজ্ঞতাচিত্রে স্মরণ করিয়া বাংলাদেশ-সােভিয়েট মৈত্রীকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!