You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ৮, ১৯৭৩ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

তাজউদ্দিন সকাশে পঃ জার্মান রাষ্ট্রদূত : বাংলাদেশে নিযুক্ত পশ্চিম জার্মান রাষ্ট্রদূত ড. এডউইন জাংগ্লিশ গত মঙ্গলবার অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদের সহিত তাহার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকারে পশ্চিম জার্মান রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, তাহার দেশ বাংলাদেশকে কারিগরি সাহায্য দিতে ইচ্ছুক। তিনি বলেন, পশ্চিম জার্মানী। বাংলাদেশের চামড়া শিল্পে সহযােগিতা করিতেও প্রস্তুত আছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি