নভেম্বর ৬, ১৯৭৩ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ
চিকিৎসার সুব্যবস্থা নিশ্চিত করতে হবে মেডিকেল কলেজ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ প্রচলিত চিকিৎসা শিক্ষার পরিধি ব্যাপ্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি গ্রামাঞ্চলের সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করার জন্যে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। মন্ত্রী সােমবার ইন্সটিটিউট অব পােস্ট গ্রাজুয়েট মেডিসিনের লাইব্রেরি কক্ষে সাধারণ মেডিকেল সমস্যা’ শীর্ষক দশ দিনব্যাপী আলােচনামালার উদ্বোধনী বক্তৃতায় এ আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আমাদের দেশ গরীব। সাধারণ মানুষ দু’মুঠো অন্নের জন্য প্রাণান্ত পরিশ্রম করে। এদের কাছে সুচিকিৎসা দূরের জিনিস। চিকিৎসক সমাজকে দেশের গ্রামে-গঞ্জে চিকিৎসা বিপ্লব ঘটাতে হবে। বাইরে থেকে আমদানি করা দামী ওষুধ দিয়ে নয়, আমাদের গ্রাম বাংলায় যা পাওয়া যায় তাই নিয়ে। পুষ্টি স্বাস্থ্যকর পরিবেশ, সামাজিক আবরণ ইত্যাদি ব্যাপারে চিকিৎসকরা অন্যান্যদের সহায়তায় জনসাধারণকে সুস্থ থাকার পরামর্শ দেবেন। রােগ হওয়ার পূর্বে রােগকে নির্মূল করাই চিকিৎসদের উদ্দেশ্য হওয়া উচিত।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি