অক্টোবর ৩, ১৯৭৩ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক
আইএমএফ সম্মেলনে তাজউদ্দিন; আন্তর্জাতিক কাঠামাে সংস্কারে আর বিলম্ব নহে। নাইরােবী, ১ অক্টোবর। বাংলাদেশের অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ “আন্তর্জাতিক লেন-দেনে স্থিতিশীলতা, ব্যবসা-বাণিজ্যের উন্নতি সাধন এবং উন্নয়নশীল দেশের উন্নয়নে সাহায্য দান” নিশ্চিত করার উদেশ্যে নতুন “অর্থনৈতিক কাঠামাে গঠনে বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করিয়াছেন। সম্প্রতি এখানে সমাপ্ত আন্তর্জাতিক অর্থ তহবিল (আই.এম.এফ.) ও বিশ্বব্যাংকের যৌথ সম্মেলনে ভাষণ দানকালে অর্থনৈতিক কাঠামাের সংস্কারে আর বিলম্ব করা উচিত নহে বলিয়া তিনি অভিমত প্রকাশ করেন। নতুন অর্থনৈতিক ব্যবস্থার বিষয়ে ঐকমত্যে পৌছার ব্যাপারে উন্নত দেশগুলির ব্যর্থতার কথা উল্লেখ করিয়া জনাব আহমদ বলেন, তবে আগামী বৎসরের ৩১ জুলাইয়ের মধ্যে অর্থনৈতিক ব্যবস্থা সংস্কারের কাঠামাে চূড়ান্ত করণের জন্য আই.এম.এফ.-এর ‘বিশ সদস্যের কমিটি’ যে সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন তাহাতে অনেকটা আশার সঞ্চার হইয়াছে। জনাব আহমদ তাহার দেশের পক্ষে সংস্কারের মুখ্য প্রয়ােজনসমূহের উল্লেখ করেন। তিনি বলেন যে, অর্থ ব্যবস্থার যে কোন সংস্কার সাধনই করা হউক না কেন, তাহাতে স্থিতিশীল কিন্তু সামঞ্জস্যপূর্ণ বিনিময় হারের ব্যবস্থা থাকিতে হইবে।
প্রাথমিক গচ্ছিত সম্পদ হইতে উত্তোলনের বিশেষ অধিকার থাকিবে এবং “এসডিআর ক্রিয়েশন” ও উন্নয়নের কাজের জন্য প্রদত্ত অর্থের মধ্যে একটি যােগসূত্র স্থাপিত হইতে হইবে। জনাব তাজউদ্দিন আহমদ উন্নয়নশীল দেশগুলির প্রকল্পের জন্য যে সাহায্যের ওয়াদা করা হয় তাহা সময়মত না পাওয়ায় উন্নয়নশীল দেশগুলি যে অসুবিধার সম্মুখীন হয় সেই বিষয়েরও উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিশ্রুত সাহায্য ও উহার ব্যবহারে সময়ের যথেষ্ট ব্যবধান হইলেই উন্নয়নশীল দেশগুলিকে অসুবিধায় পড়িতে হয়। এই পরিস্থিতিতে প্রকল্প কর্মসূচি সাহায্যের মাধ্যমে অর্থ-প্রদান করার জন্য তিনি পরামর্শ দেন। তিনি বলেন, এই পদ্ধতিতে সাহায্য করা হইলে উন্নয়নশীল দেশগুলির পক্ষে তাহাদের প্রকল্প কর্মসূচি বাস্তবায়নে অসুবিধার সম্মুখীন হইবে না। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আরও বলেন যে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ডাইরেক্টর জেনারেলের সহিত সুর মিলাইয়া আমিও বলিতে চাই যে, ভবিষ্যতের জন্য নিশ্চিত হওয়ার উদ্দেশ্যে কয়েক ধরনের খাদ্য শস্যের পর্যাপ্ত মওজুতের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা চালানাের সময় হইয়াছে। পরিশেষে জনাব আহমদ সমাগত প্রতিনিধিবৃন্দ বিশেষ করিয়া উন্নত দেশসমূহের প্রতিনিধিদের অধিকতর সহজ শর্তে উন্নয়ন সাহায্য প্রদানে সক্ষম আন্তর্জাতিক অর্থব্যবস্থা সংস্কারের ব্যবস্থা করার জন্য আবেদন জানান। এনা ।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি