You dont have javascript enabled! Please enable it!

সেপ্টেম্বর ৫, ১৯৭৩ বুধবার : দৈনিক ইত্তেফাক

বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য ছবি তৈরি করুন : অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গত রবিবার ঢাকায় বলেন, সরকার চলচ্চিত্র শিল্পের উন্নতির জন্য সম্ভাব্য সকল প্রকার সাহায্য ও সহযােগিতা করিবেন। তিনি শৈল্পিক ভাবধারায় এবং উচ্চমানের চলচ্চিত্র কর্মীদেরকে সততা ও নিষ্ঠার সহিত কাজ করার আহ্বান জানান। মন্ত্রী স্থানীয় সংকরী চলচ্চিত্র নির্মাণাগারে একটি ছায়াছবির মহরৎ অনুষ্ঠানে ভাষণ দিতেছিলেন। অর্থমন্ত্রী চলচ্চিত্র উৎপাদন শতকরা একশত ভাগ বৃদ্ধি পাওয়ায় আনন্দ প্রকাশ করেন এবং বলেন, ইহা অত্যন্ত শুভ লক্ষণ। তবে যাহাতে যথেষ্ট বৈদেশিক মুদ্রা অর্জন করিতে পারে সেদিকে লক্ষ্য রাখিয়াই ছায়াছবি নির্মাণ করিতে হইবে। তিনি আরও বলেন, এই উপমহাদেশের দামী শিল্পীরা প্রায় সকলেই আমাদের দেশের। অতএব, বাংলাদেশের বর্তমান শিল্পীদেরকেও তাহাদের কাজের মাধ্যমে উপমহাদেশের সম-সমান হইবার জন্য চেষ্টা চালাইতে হইবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!