আগস্ট ৩১, ১৯৭৩ শুক্রবার ঃ দৈনিক বাংলা
গঠনমূলক সমালােচনা করুন; বিরােধী দলগুলাের প্রতি তাজউদ্দিনের আহ্বান। সমাজতন্ত্র কায়েমে ঐক্যবদ্ধ প্রয়াস চাই : জয়দেবপুর, ৩০ আগস্ট (বিপিআই)। অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ সংসদীয় গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে গঠনমূলক সমালােচনা করার জন্য বিরােধী দলসমূহের প্রতি আহ্বান জানান। মন্ত্রী আজ বিকেলে স্থানীয় উল্কা সিনেমা হলে বাংলাদেশ আওয়ামী লীগ ভাওয়াল নগর জেলা শাখার ২য় বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, সরকার বর্তমানে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনের বিশাল সমস্যার মােকাবিলা করছেন। সুষ্ঠু ও গঠনমূলক সমালােচনার মাধ্যমে বিরােধী দলগুলাের এতে অংশ নেয়া উচিত। তিনি দুঃখ করে বলেন যে, দেশের বিরােধী দলগুলাের একটি অংশ নােংরা সমালােচনায় ব্যাপৃত রয়েছে। তারা ভাওতা দিচ্ছে ও নতুন করে বিশৃংখলা সৃষ্টি করছে এবং জনগণের দুঃখ-দুর্দশা বাড়িয়ে তুলছে। তিনি হুঁশিয়ার করে দেন যে, এতে জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হবে। তিনি বলেন, বিরােধী দলের এই অংশ সমালােচনার নামে জনগণকে বিপথগামী করছে। মন্ত্রী বলেন, সমাজতন্ত্র যান্ত্রিক উপায়ে রাতারাতি প্রতিষ্ঠা করা যায় না। জনগণের অধ্যবসায় ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একে অর্জন ও প্রতিষ্ঠা করতে হবে। তিনি শশাষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
তিনি বলেন, সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য নিঃস্বার্থ কর্মীদের সাহায্য প্রয়ােজন। এসব কর্মীকে সকল প্রকার লােভ ও বৈষয়িক লাভের উর্ধ্বে থাকতে হবে ও আদর্শের দ্বারা পরিচালিত হতে হবে। তিনি বলেন যে, বিরােধী দলগুলাের উল্লিখিত অংশ সমাজতন্ত্রের সুনাম নষ্ট এবং দেশব্যাপী বিভ্রান্তি ও বিশৃংখলা সৃষ্টি করছে। এটা দেশকে বিপজ্জনক ও আরাে সংকটজনক পরিস্থিতির দিকে নিয়ে যাবে। তিনি আওয়ামী লীগ কর্মীদের প্রতি সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানাের এবং জাতীয় স্বার্থ সংরক্ষণের আহ্বান জানান। ধর্মঘটরত শিক্ষকদের প্রসঙ্গে মন্ত্রী বলেন যে, সরকার নতুন শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী তাদের অভাব অভিযােগের প্রতিবিধান করবেন। তিনি তাদের প্রতি কাজে যােগ দেয়ার ও সরকারের দেশ পুনর্গঠন প্রচেষ্টায় অংশ নেয়ার আহ্বান জানান। দেশের রাজনৈতিক ও অন্যান্য পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন যে, জামাতে ইসলামী ও মুসলিম লীগের ন্যায় বর্তমানে অবলুপ্ত সাম্প্রদায়িক ও প্রতিক্রিয়াশীল দলগুলাের কিছু লােক জাতীয় ঐক্যে ফাটল ধরানাের জন্য কাজ করে যাচ্ছে। তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রগতিশীল রাজনৈতিক দলগুলােতে অনুপ্রবেশ করছে। তিনি হুঁশিয়ার করে দেন যে, এদের উপর কড়া নজর না রাখলে এরা দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি করতে পারে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি