আগস্ট ২৭, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
যারা ব্যাংক লুট করে তারা মুক্তিযােদ্ধা নয় ঃ মানিকগঞ্জ, ২৫ আগস্ট (বিপিআই)। অর্থ ও পাট মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ব্যাংকসহ জাতীয়করণকৃত সম্পত্তির নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যে সরকারের সাথে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সকালে এখানে পূবালী ব্যাংকের শাখা উদ্বোধনকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ব্যাংকসহ দেশের বড় বড় শিল্প কারখানাগুলাে জাতীয়করণ করেছে। তিনি বলেন, এগুলাে এখন আর ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলাে জনগণের সম্পত্তি। ব্যাংক লুট সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ব্যাংক লুট কার্যে নিয়ােজিত ব্যক্তিরা প্রকৃত মুক্তিযােদ্ধা নয়, তারা দুবৃত্ত। তিনি দৃঢ়তার সাথে বলেন, দেশ স্বাধীন করার ব্যাপারে যে মুক্তিযােদ্ধারা অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছেন তারা কোনদিন ব্যাংক লুটের মত জঘন্য কাজ করতে পারে না। মন্ত্রী জাতীয়করণকৃত সম্পত্তি রক্ষার্থে সরকারের সাথে সহযােগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি