You dont have javascript enabled! Please enable it!

৩০ অক্টোবর ১৯৭১ঃ গভর্নর এএম মালিক

লাহোরের মাসিক উর্দু ডাইজেস্টের সম্পাদক আলতাফ হোসেন কোরেশীর সাথে এক সাক্ষাৎকারে গভর্নর এ এম মালিক বলেন ভারত যদি পাকিস্তান আক্রমনের সাহস করে তবে ভারতকে চরমভাবে পর্যুদস্ত করার মত শক্তি ও সামর্থ্য পূর্ব পাকিস্তানের জনগনের মধ্যে আছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের ভূখণ্ড ভারতের কাছে চরম বিপর্যয়ের স্থান হিসাবে বিবেচিত হইবে। তিনি আরও বলেন মার্চের ঘটনায় জনগন ভারতের হীন উদ্দেশ্য বুঝতে পেড়েছে। তারা এখন মনে করে ভারতের মত একটি হীন জাতির দাসত্ব অপেক্ষা মৃত্যু শ্রেয়। সীমান্ত পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন ভারতের অব্যাহত গোলাবর্ষণের ফলে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। পরিস্থিতির উপর পাক বাহিনী সতর্ক দৃষ্টি রাখছে। তারা তাদের উপর অর্পিত দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের ভূখণ্ড ভারতের জন্য চরম বিপর্যয়ের স্থান হিসেবে বিবেচিত হবে। সফররত বিশ্বব্যাংক প্রতিনিধিদল গতকাল গভর্নর মালিকের সাথে তার অফিসে সাক্ষাৎ করেছেন।