৩০ অক্টোবর ১৯৭১ঃ সোভিয়েত ইউনিয়ন
দিল্লীতে সোভিয়েত বিমান বাহিনী প্রধান ৬ দিনের সফরে ভারতে সোভিয়েত বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল কোটাকভ। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতীয় বিমান বাহিনী প্রধাম এয়ার চীফ মার্শাল পি সি লাল। পাকিস্তানের আকাশ সীমায় তাহার বিমান চলাচলের অনুমতি না থাকায় গতকালের পরিবর্তে এই দিনে তিনি দিল্লী পৌঁছেন। কোটাকভ বলেন তার দেশ ভারত পাকিস্তান সংঘর্ষ পরিহারের সর্বত চেষ্টা করে যাচ্ছে তবে ভারত আক্রান্ত হলে সোভিয়েত ভারতের পাশে এসে দাঁড়াবে। তিনি প্রথম দিনে প্রতিরক্ষামন্ত্রী জগ জীবন রামের সাথে বৈঠক করেছেন। কোটাকভ ২য় বিশ্বযুদ্ধে সোভিয়েত ছাড়াও ব্রিটেনের সামরিক খেতাব অর্জনকারী বৈমানিক। ফ্রান্সে ব্রেজনেভ সোভিয়েত কমিউনিস্ট পার্টি সভাপতি ব্রেজনেভ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট পম্পিদুর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর যৌথ ইস্তেহারে ফ্রান্স এবং সোভিয়েত ইউনিয়ন অবিলম্বে বাংলাদেশ সমস্যা সমাধানের উপর গুরুত্ব আরোপ করেন।