আগস্ট ২০, ১৯৭৩ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
জনসংখ্যা বােধ না করে দেশের সুষ্ঠু অগ্রগতি হতে পারে না ঃ টাঙ্গাইল, ১৯ আগস্ট, (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ আজ বলেছেন, জনসংখ্যা বৃদ্ধির সমস্যাকে অমীমাংসিত রেখে দেশ প্রগতির পথে সুষ্ঠুভাবে অগ্রসর হতে পারে। এ প্রসঙ্গে তিনি সামগ্রিক অগ্রগতির জন্যে পরিকল্পিত অর্থনীতির ওপর গুরুত্ব আরােপ করেন। আজ এখানে দু’দিনব্যাপী পরিবার পকিল্পনা সেমিনারের উদ্বোনী। অধিবেশনে প্রধান অতিথির ভাষণে অর্থমন্ত্রী বলেন, জনসংখ্যা বৃদ্ধি জাতির জন্যে একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং জনগণ যাতে অর্থনৈতিক অগ্রগতির সুফল ভােগ করতে পারে তার নিশ্চয়তা বিধানের জন্যে এই বৃদ্ধিকে আমাদের অবশ্যই রুখতে হবে। তিনি জানান, ভারত ভাগের পর গত পঁচিশ বছরে এ দেশের জনসংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। খাদ্য উৎপাদন যেখানে গাণিতিক হারে বাড়ছে সেখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে জ্যামিতিক হারে। জনাব আহমদ বলেন, উন্নততর ও বিকল্প সুপারিশ না দিয়ে সরকারের সমালােচনা করা অর্থহীন।
তিনি দেশের বর্তমান সমস্যাবলী সমাধানে গঠনমূলক সুপারিশ করার জন্যে সমালােচকদের প্রতি আহ্বান জানান। অর্থমন্ত্রী তার ভাষণে বলেন, দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে পরিবার পরিকল্পনাকে আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে এবং জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হারকে রােখার জন্যে আমাদের সমস্ত প্রচেষ্টা নিয়ােজিত করতে হবে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, দেশে এক কোটির মত অশিক্ষিত বেকার রয়েছে। লবণ ছাড়া বিদেশ থেকে সব কিছুই আমদানি করতে হয়। এই বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দেশকে সােনার বাংলা হিসেবে গড়ে তুলতে হলে জনসংখ্যা বৃদ্ধির হার রােধ করা ছাড়া আমাদের কোন বিকল্প নাই। জনাব তাজউদ্দিন পরে একটি পরিবার পরিকল্পনা প্রদর্শনীর উদ্বোধন করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি