You dont have javascript enabled! Please enable it!

আগস্ট ২২, ১৯৭৩ বুধবার ঃ দৈনিক পূর্বদেশ

পাটের সর্বনিম্ন মূল্য নির্ধারণে সরকার দৃঢ় প্রতিজ্ঞ ঃ ঢাকা, ২১ আগস্ট (বাসস)। অর্থ ও পাট বিষয়ক মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে বলেন যে, সরকার পাট চাষিদের জন্য পাটের সর্বনিম্ন বিধিবদ্ধ মূল্য নির্ধারণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। চাষি পর্যায়ে সরকারের নির্ধারিত সর্বনিম্ন বিধিবদ্ধ মূল্যে পাট ক্রয়ের নিশ্চয়তা বিধানের উপায় উদ্ভাবনের জন্য আজ এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি সভাপতিত্ব করেন। ঐ বৈঠকে তিনি দ্ব্যর্থহীনভাবে বলেন যে, বাংলাদেশের সর্বত্র সর্বনিম্ন মূল্যে পাট সংগ্রহের ব্যাপারে অর্থ কোন সমস্যা হবে না। পাট ব্যবসায়ে নিযুক্ত সংস্থাগুলাে পাট রফতানির এজেন্টসমূকে এবং সর্বনিম্ন দামে কাঁচা পাট ক্রয়ের জন্যে পাট ব্যবসায়ীদের ঋণ দিতে তিনি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টরদের নির্দেশ দিয়েছেন। জাতীয় প্রশ্নগুলােকে দলীয় রাজনীতির উর্ধ্বে রাখুন ঃ টাঙ্গাইল, ২০ আগস্ট (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ জাতীয় পুনর্বাসন ও প্রগতির স্বার্থে জনগণকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ইস্যুগুলােকে দলীয় রাজনীতির উর্ধ্বে রাখা উচিত। গতকাল এখানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক কাউন্সিল সভায় জনাব তাজউদ্দিন আহমদ বক্তৃতা করছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রে প্রত্যেকের মত প্রকাশের স্বাধীনতা আছে এবং এ ক্ষেত্রে মতামতের বিভিন্নতাও একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই পার্থক্য (বিভিন্নতা) আমাদের জাতীয় স্বার্থ ও লক্ষ্য বিরােধী হলে চলবে না। জাতীয় প্রশ্নে আমাদের মধ্যে দলমত নির্বিশেষে একটা অভিন্ন দৃষ্টিভঙ্গি থাকা উচিত। জনাব তাজউদ্দিন আহমদ তার ভাষণে আরাে বলেন যে, গঠনমূলক সুপারিশ ছাড়া। সরকারের নিছক সমালােচনা জনগণের জন্যে কোন কল্যাণ ডেকে আনবে না । সাধারণ মানুষের কল্যাণই সব ধরনের সমালােচনার উদ্দেশ্য হওয়া উচিত।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!