You dont have javascript enabled! Please enable it!

আগস্ট ৯, ১৯৭৩ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ

অর্থমন্ত্রী আজ দেশে ফিরছেন : লন্ডন, ৭ আগস্ট, (বাসস)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ লন্ডনে অবস্থিত তিনটি বাংলাদেশী ব্যাংকের অফিস পরিদর্শন করেন। জনাব আহমদ গত শনিবার ওয়াশিংটন থেকে এক স্বল্পকালীন সফরে লন্ডন এসে পৌঁছেন। বৃহস্পতিবার তিনি ঢাকা ফিরে যাবেন। বাংলাদেশে প্রেরিত টাকার পরিমাণ প্রশংসনীয়ভাবে বৃদ্ধি এবং টাকা প্রেরকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে জানতে পেরে অর্থমন্ত্রী খুশি হয়েছেন। বাংলাদেশ হাই কমিশনের অর্থনীতি বিষয়ক মিনিস্টার জনাব এস, আর, করিম অর্থমন্ত্রীর সাথে ছিলেন। মন্ত্রী ব্যাংকের কার্যক্রম এবং ব্যাংক কর্মচারিদের শুভাশুভ সম্পর্কে জিজ্ঞাসা করেন। আজ সকালে জনাব আহমদ বাংলাদেশ মিশনের নয়া ভবন পরিদর্শন করেন। হাইকমিশনার সৈয়দ আবদুস সুলতান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মচারি মন্ত্রীকে। সেখানে অভ্যর্থনা জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি